প্রজ্ঞাময় সচিব
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রজ্ঞাময় সচিব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

কাপাসিয়ার আলোক সন্তান, নুরন্নবী নামে খ্যাত,
১৯৪৭ সালের ১১ জানুয়ারি জন্ম চাঁদপুরের চান্দুন গ্রামে।
পিতা মরহুম আব্দুল কুদ্দুস বিএ, বিটি,
মাতা হালিমা বেগমের ছায়ায় বেড়ে ওঠে সততার দীপ্তি।

শৈশবের মাঠে বোনা স্বপ্নের বীজ,
নদীর ঢেউয়ের মতো বয়ে গেছে তার অন্তর্দৃষ্টি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের এম.এ.,
জ্ঞান তার নক্ষত্রের আলো, প্রজ্ঞা সূর্যের তাপ মানব হৃদয়ে।

ইপিসিএসে যোগদান, সহকারী সচিবের দায়িত্বে দাঁড়ানো,
পরে তথ্য, অর্থ ও শ্রম মন্ত্রণালয়ের শীর্ষপদে দীক্ষা পাওয়া।
২০০৩ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব,
২০০৪ সালে অবসর, দীর্ঘ সেবা শেষে জাতির জন্য অমল স্মরণ।

পিএসসির সদস্য হয়ে ন্যায়ের দীপ জ্বালানো,
কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন।
সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য,
শিক্ষা ও অর্থনীতির আলো ছড়িয়ে দিয়েছেন সব পথে।

প্রকৃতির মতো স্থির তার নীতির স্থিতি,
জ্যোতির্ময় নক্ষত্রের মতো উজ্জ্বল তার অনল আত্মা।
অবিরাম বায়ুর মতো বয়ে যায় তার দর্শন,
নির্ভীক নদীর মতো চলে তার ন্যায়ের ধার।

২০১৪ সালের ২ জুন ইন্তেকাল, তবু কর্মপথের দীপ জ্বলে,
অন্ধকারে দীপের মতো জ্বলে তার মর্ম।
সময় তার সঙ্গী, ধৈর্য তার সিংহাসন,
জাতির কল্যাণে অটল তার নীতির প্রকাশন।

আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীফ করুন – আমীন।
-----------------------------------------------------


১৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।