কেমিস্টের ধ্রুবতারা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কেমিস্টের ধ্রুবতারা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

মোহাম্মদ জাকির হোসেন, রাওনাটের সন্তানের গর্ব,
পিতা আব্দুল ওয়াহিদ, মাতা জাহানারা বেগমের নীরব সঙ্গ।
শৈশব কেটেছে সবুজ মাঠে, নদীর হাওয়ায় খেলাধুলায়,
গ্রামের মানুষের আতিথেয়তায় ভরে ওঠে তার হৃদয়ের গহ্বরে।

বরাইদ সরকারি বিদ্যালয়ে ১৯৮৭ তে প্রাথমিক শিক্ষা,
জ্ঞানভাণ্ডারে প্রথম ধাপ রেখেছিলেন অমোঘ আশা।
রাণীগঞ্জ হাই স্কুলে ১৯৯৩ এ এসএসসি সম্পূর্ণ,
সহপাঠী ও প্রিয় বন্ধুদের সঙ্গে স্মৃতি হয়ে রয়ে গেল অমলিন।

কাপাসিয়া কলেজে ১৯৯৫ এ এইচএসসি পথে চলা,
বন্ধুদের সান্নিধ্যে গড়ে উঠল জ্ঞানের আলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রসায়ন বিভাগে অনার্স ১৯৯৮,
১৯৯৯ এ এমএসসি অর্জন করে বিজ্ঞানের দিগন্ত উন্মুক্ত।

অণু–পরমাণুর রহস্যে খুঁজেছেন জীবনদর্শনের প্রভাব,
কোভ্যালেন্ট বন্ডের প্রেম, আয়নিক বন্ধনের বাস্তব ভাব।
ক্যাটালিস্টের মতো প্রেরণা ছড়িয়ে দেন ছাত্রজগতে,
প্রতিক্রিয়ার মতো পরিবর্তন আনে জীবনের মহাজগতে।

এন্ডোথার্মিক শোষণ, এক্সোথার্মিক দান,
মানবীয় আচরণে খুঁজে পান শিক্ষার মান।
পিরিয়ডিক টেবিলের মৌলগুলো ভিন্ন, তবু একই সুর,
হাইড্রোজেন সরল, কার্বনের বন্ধনে একতার দূর।

রেডক্স প্রতিক্রিয়া শেখায় ক্ষয় ও পুনর্জীবন,
অ্যাসিড-ক্ষারের মিলনে জন্মায় শান্তির অনন্ত বুনন।
থার্মোডাইনামিক্স শক্তি বদলায় রূপে,
এন্ট্রপি ফিসফিস করে বিশৃঙ্খলার সুরে।

আজ মোহাম্মদ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক,
কাপাসিয়া ডিগ্রি কলেজে ছড়ান জ্ঞানের দীপ।
ইমেইল: jakirhosenkdc@gmail.com
,
মোবাইল: ০১৭৪০৯৫৭৬৯৪, যোগাযোগের ধ্বজা।

শৈশবের বন্ধু ও কলেজের সহপাঠী স্মৃতিতে বাজে গান,
তাদের সঙ্গে কাটানো দিন গড়ে স্মৃতির অনন্ত মান।
রাওনাটের বাতাসে অতিথিপরায়ণ মানুষের ছোঁয়া,
সবুজ প্রকৃতির কোলে মেলে শান্তির স্নিগ্ধ তোয়া।

বন্ধুত্ব, শিক্ষা, গবেষণা মিলিত করে জীবনধারা,
প্রতিটি পদক্ষেপে জাগুক জ্ঞানের আলোকধারা।
অণুর রহস্য থেকে শেখা শিক্ষা, জীবনের দিশারী,
তার আগামীর পথচলা হউক শুভ, উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ তীরী।

জ্ঞানচর্চার পথে হোক ধৈর্য অটুট,
সফলতার সোপানে হোক স্বপ্নের ক্ষুধা পূর্ণ।
প্রতিটি ছাত্রে ছড়াক আলোর দীপ,
মোহাম্মদ জাকির হোসেনের নাম হয়ে উঠুক অমর স্মৃতি।
-------------------------------------------------


১৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।