পোষাকের স্বাধীনতা মানে নগ্নতা নয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পোষাকের স্বাধীনতা মানে নগ্নতা নয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************************

পোষাকের স্বাধীনতা মানে নগ্নতা নয়,
চেতনার অগ্নিসংহার আকাশে বজ্রপাতের মতো ঝরে।

নগ্ন দেহ—পশুত্বের আগুনে জ্বলে,
লোভ-লালসা, হিংস্রতা ছড়ায় সমাজে ভয়ঙ্কর।

অরক্ষিত শরীর, বন-ছায়াহীন ঝড়ের কণ্ঠে,
রোগ-সংক্রমণ ভয়ঙ্কর স্রোতে ছড়ায়, নৈতিকতা ধ্বংসের তাণ্ডব।

মন নদীর গভীরে ন্যায়প্রবাহ থমকে,
অশ্লীলতা ভাঙে স্রোত, ঘৃণার আগুন জ্বলে অবিরাম।

সভ্যতা নগ্নতার স্রোতে পরাজিত হয়,
মানব মর্যাদা ভেঙে পড়ে, সম্পর্কের বাঁধন ছিন্ন।

ফুলপাতা, নদীর কলকল, ঝরনার বিদীর্ণ সুর,
শালীনতার ছোঁয়ায় চেতনা জ্বলে, দীপ্তি উড়ে আকাশে।

ধর্মের আলো বলে, শরীর মন্দির,
শালীনতা আত্মার অগ্নি বহন করে নিরন্তর।

নগ্নতা—পশুত্ব, হিংস্রতা, লোভ, লালসা,
মনসংস্কার ভেঙে ফেলে, নৈতিকতা কঙ্কাল হয়ে যায়।

আলোর পথে ঘৃণ্যতা দূরে, বিজয়ী আদর্শ সমাজ জোড়ায়,
পৃথিবীর বুকে শান্তি, চেতনার মুক্তি প্রবাহিত হয় প্রলয়াত্মক।

নগ্নতার অন্ধকার, লোভ-ক্রোধের তাণ্ডব,
সভ্যতার মন্দিরে আঘাত হানে, শৃঙ্খল ভেঙে দেয়।

পাখির সুর, বন-ছায়া, নদীর কলকল, ফুলপাতা,
শালীনতার ছোঁয়ায় চেতনা জ্বলে, শক্তি জাগে।

ঘৃণ্য আগুন, পশুত্বের অগ্নিস্রোত,
সত্যনিষ্ঠা দমন করে, ন্যায়ের আলো ম্লান হয়।

পোষাকের স্বাধীনতা মানে নগ্নতা নয়,
শরীর অরক্ষিত নয়, চেতনা উজ্জ্বল, সমাজ দৃঢ় প্রতিরক্ষা।

মানব সভ্যতা লোভ-ক্রোধে থমকে,
প্রকৃতির হাসি, আকাশের দীপ্তি, নদীর কলকল পুনর্জাগ্রত হয়।

শালীনতা, আদর্শ, নৈতিকতা—সবই বিজয়ী,
নগ্নতা, পশুত্ব, হিংস্রতা—বিপর্যস্ত, ছিন্নপ্রায়।

পৃথিবী মুক্ত, চেতনা স্বাধীন, সমাজে ন্যায় জ্বলে,
পোষাকের শোভা, শালীনতা—চিরন্তন আলো, চিরকাল।


১৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।