স্বপ্নের প্ল্যাটফর্ম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বপ্নের প্ল্যাটফর্ম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************

কাপাসিয়ার মাটিতে ফুটল নক্ষত্র-স্বপ্নফুল,
গ্র্যাজুয়েটদের মিলনমঞ্চে জাগল আলো কূল।
জ্ঞান যেন সূর্যের রশ্মি, ভ্রাতৃত্ব চাঁদের হাসি,
অন্ধকারে দিকনির্দেশ, সত্যের বীণা বাজি।

আবদুর রাশিদের বংশে, রোকেয়ার স্নেহধারা,
ঘোষের কান্দির গ্রামীণ রোদে লিখলেন জীবনগাথা সারা।
আড়ালিয়ার শ্যামল মাঠে শৈশব ফুটল রঙে,
টোক ইউনিয়নের শিশির ভেজা প্রভাতে তিনি ধরা দেন জ্ঞানে।

১৯৮৩-তে সমাপনী, যেন প্রভাতের গান,
১৯৮৯ বিজ্ঞানে সাফল্য—উদীয়মান সূর্যপ্রাণ।
১৯৯১ কলেজ শেষে, সিঁড়ি হলো উচ্চতর,
রুয়েটের অগ্নিপরীক্ষায় পেলেন গৌরবের অন্তর।

সিজিপিএ তিন দশমিক ছয় দুই, চতুর্থ নক্ষত্র দীপ,
শ্রমের কক্ষপথে তিনি আবিষ্কারক নীরব সৃজক রূপ।
১৯৯৯-এ বিদ্যুতের স্রোত দিলেন ঘরে ঘরে,
মানুষের অন্ধকার ভেঙে জাগালেন আলো ভুবন ভরে।

২০১৩ থেকে ডিজিএম—তিনি মহাকাশের নক্ষত্রযাত্রী,
বিদ্যুতের ঝর্ণাধারায় জাগান উন্নয়নের গীতি।
বিবাহিত জীবনে কন্যার হাসি ফুলের মতো স্নিগ্ধ,
‘ও’ পজিটিভ রক্তে বয়ে চলে মানবতার নিখুঁত রিদ্ধ।

মোবাইল নম্বর তার খোলা আকাশের বার্তা,
০১৭১২৭৩০০৮৭—সংযোগের অবিনশ্বর নকশা।
এই প্ল্যাটফর্ম শুধু নয় ক্ষুদ্র কোনো প্রয়াস,
এ এক মহীরুহ, যেখানে মিলবে জ্ঞান-সুধা নিঃশেষ।

স্বপ্নের প্ল্যাটফর্ম হলো গ্যালাক্সির নতুন তারা,
যেখানে মিলবে প্রজ্ঞার ধ্বনি, ভ্রাতৃত্বের উজারা।
কাপাসিয়ার আকাশ জুড়ে উঠুক সেই ভোর,
মানবতার সূর্যোদয়ে জ্বলুক জ্ঞানের ঘোর।
--------------------------------------------------------


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।