বিভাগীয় অক্ষ্যক্ষ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিভাগীয় অক্ষ্যক্ষ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
অধ্যাপক ডাঃ মোঃ আবদুল কাদের, আলোকবর্তিকা,
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে গৌরবের প্রতীক।
শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষার দীপ্তি ছড়িয়ে,
জ্ঞানভরা পথচলায় চিরজীবনের শিক্ষা বিকশিত।
পিতা মরহুম এ.কে.এম আছমত আলী, ব্যাংকের ম্যনেজার,
মাতার নাম মরহুমা আনোয়ারা আছমত, গৃহিণী সম্মানের ঋণী।
১৯৭৩ সালে টোক ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিযোগিতায়,
মাতার সাহস পরিবারে জ্বালিয়েছে প্রেরণার প্রলয়।
ছয় ভাই, তিন বোন, এক ভাই প্রয়াতের শূন্যে স্মৃতি,
জন্মভূমি ও গ্রাম আড়ালিয়া, পোস্ট অফিসও আড়ালিয়া।
ইউনিয়ন টোক, উপজেলা কাপাসিয়া, শিক্ষার পথে দৃঢ় ভ্রমণ,
এখানেই গড়ে ওঠে অধ্যাপক, দায়িত্বশীলতা তার অহংকার।
এসএসসি: রানী বিলাসমনি উচ্চ বিদ্যালয়, ১৯৮০-এ,
এইচএসসি: ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, ১৯৮২-এ।
এমবিবিএস: ময়মনসিংহ মেডিকেল কলেজ, ১৯৮৯-এ অর্জিত,
ডিএ: আইপিজিএমআর, ১৯৯৮, চিকিৎসা ও গবেষণার দীপ্তি।
এফসিপিএস: ২০০৪, এমডি: ২০০৭, জ্ঞানবীথির গগনছোঁয়া,
স্ত্রী লায়লা আনজুমান আরা, শিক্ষিকা গাজীপুর সরকারি মহিলা কলেজে।
মেয়ে আনিকা, ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে,
ছেলে ওয়াসিফ কাদের, আইইউট-এ কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত।
ছোট ছেলে ফারহান কাদের, রাজউক উত্তরা মডেল কলেজে সপ্তম শ্রেণীতে,
জীবন সংগ্রামী, শিক্ষাদাতা, নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্তে।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের বিভাগীয় অধ্যক্ষ,
দর্শন, বিজ্ঞান, মানবিকতা ও সততার প্রতীক, অনন্ত প্রেরণার স্পর্শ।
----------------------------------------------
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।