জীব বিজ্ঞানী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জীব বিজ্ঞানী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
কাঁশেরার গ্রামে জন্ম, শৈশবের নীরব আলো,
প্রাথমিক শিক্ষা কাঁশেরা সরকারি বিদ্যালয় থেকে হলো ধ্রুব আলো।
পিতার নাম মোঃ মহর আলী (মৃত), মাতার নাম মোছাঃ আতর বানু (মৃত),
শৈশবের স্মৃতি নিয়ে এগিয়ে চলে প্রজ্ঞার ধারা।
এসএসসি ১৯৮০—টোক রণেন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়,
এইচএসসি ১৯৮২—কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা,
বিএসসি অনার্স ১৯৮৬—উদ্ভিদবিজ্ঞানে দ্বিতীয় স্থান,
এমএসসি ১৯৮৭—জেনেটিক্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান।
এমফিল ১৯৯৭, পিএইচডি ২০০২—বায়োটেকনোলজিতে অর্জিত জ্ঞান,
রাজশাহী বিশ্ববিদ্যালয় মাধুর্যবিলাসে তৈরি হলো জীবনবান।
১৪’শ বিসিএস (সাধারণ শিক্ষা), বিষয় উদ্ভিদবিজ্ঞান,
চাকরিতে যোগদান ১৮/১১/১৯৯৩, শিক্ষা ও সেবায় শুরু পথচারণ।
সর্বশেষ কর্মস্থল—রাজশাহী সরকারি কলেজ,
বর্তমান কর্মস্থলে যোগদান ২৯/০২/২০২৪,
পিআরএল শুরু ০১/০১/২০২৪, অবসর ০১/০১/২০২৫,
চেয়ারম্যান, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা কমার্স কলেজ, মিরপুরে পদ।
বর্তমান ঠিকানা—ক্রিসেন্ট হোমস, ১৫০/১, শাহ আলী বাগ, মিরপুর-১, ঢাকা,
স্থায়ী ঠিকানা—গ্রাম কাঁশেরা, পোস্ট অফিস ডুমদিয়া, ইউপি টোক নয়ন বাজার, উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর।
স্ত্রীর নাম আজিজা রহমান (গৃহিণী),
মেয়ের নাম নোশিন সাইয়ারা করিম (উপমা), আর্কিটেক্ট রুয়েটে,
ছেলের নাম সাইরাজ করিম (গৌরব)—পরিবারে মিলে জীবনের ছাপ।
জীবনের প্রতিটি কোষে লুকানো জ্ঞান, গবেষণা ও প্রজ্ঞা,
প্রফেসর ড. মোঃ রেজাউল করিম (মুকুল)—এক জীব বিজ্ঞানীর কবিতা।
******************************************************
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।