মাননীয় উপাচার্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মাননীয় উপাচার্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************
কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের আলো, গর্বের সন্তান,
গাজীপুরের মাটিতে জ্বলে তাঁর দীপ্তিময় জ্ঞান।
দক্ষিণ এশিয়ার স্বনামধন্য ডাক্তার, পরিচিত সবার কাছে,
মানবতার সেবায় জীবন উৎসর্গ করেছেন নিরন্তর ধাপে।
মডিউল গ্রুপের স্থপতি, মডিউল কমিউনিটি হাসপাতালের প্রবর্তক,
অসুস্থ হৃদয়কে দিয়েছেন আশার দীপ্যমান সঞ্চারক।
টুইন বেবি পৃথককরণের সফলতায় ইতিহাসে নাম উজ্জ্বল,
চিকিৎসার মাঠে রচনা করেছেন অনন্য দৃষ্টান্ত, অনবদ্য অম্লল।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জন অধ্যাপক,
অগণিত রোগী ও শিক্ষার্থীর প্রেরণা হয়ে রয়েছেন সতর্ক।
জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার সাথে চলেছেন অটল পথে,
শিক্ষা ও চিকিৎসায় রেখেছেন চিরন্তন স্বপ্নের লালনবীথি।
এখন খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য,
চিকিৎসা ও গবেষণায় দিচ্ছেন জাতিকে নতুন দিশা, নতুন প্রেরণা।
প্রবীণ ডাক্তার, মানবতার সৈনিক, কৃতিত্বের প্রতীক,
কাপাসিয়ার রত্ন, জাতির গর্ব, সবার আলোকস্তম্ভ অনির্বাণ।
যতদিন থাকবে বাংলাদেশ স্বাধীন ও অম্লান,
ডা. রুহুল আমীনের নাম উচ্চারিত হবে গৌরবের গান।
মানবতার সেবার পথে তাঁর পদচিহ্ন অমল অমর,
চিকিৎসা ও শিক্ষার জগতে তিনি চিরকাল অনন্য সরণি।
-------------------------------------------------
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।