অনন্য দ্যুতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রতিক
কলমেঃ মোঃ আমনিুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************

মোহাম্মদ বেলাল হোসেন—প্রতিক নামে পরিচিত,
বিসিএস(শিক্ষা)পথে গড়েছেন শিক্ষকতার নিত্য স্মৃত।
সহকারী অধ্যাপক, বাংলা ভাষার মানবী,
গুরুদয়াল সরকারি কলেজে জ্বলে তার দীপ্তি।

পিতাঃ নূরুল ইসলাম, মাতাঃ আমেনা খাতুন,
গ্রাম+পোঃ আড়ালিয়া, টোক ইউনিয়নের প্রasun।
শিক্ষার পথে শুরু প্রাথমিক থেকে অঙ্গীকার,
আড়ালিয়া সঃপ্রাঃ বিদ্যালয়েই বসেছিল প্রথম দিকের ধার।

মাধ্যমিক—১৯৯৭, আড়ালিয়া উচ্চ বিদ্যালয় তার স্মরণ,
উচ্চ মাধ্যমিক—খিদিরপুর কলেজ, মনোহরদী-নরসিংদী, প্রজ্ঞার দিশারণ।
স্নাতকোত্তর—২০০৪, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলো,
জ্ঞানসাগরে ডুবে, শিক্ষার প্রদীপ জ্বালান তিনি ভালো।

নুসরাত জাহান উর্মি—সহধর্মিণী, জন্মসূত্রে কিশোরগঞ্জের মাটি,
বৈবাহিকসূত্রে কাপাসিয়া গ্র্যাজুয়েট ফোরামের গর্বিত নারী।
বিসিএস(শিক্ষা)প্রভাষক, বাংলা ভাষায় উজ্জ্বল প্রতিভা,
গুরুদয়াল সরকারি কলেজে শিক্ষার প্রদীপ তিনি জ্বালায়।

জীবনের পথে শিক্ষা ও শিক্ষা জীবনের দীপ্তি,
পরিবার ও প্রিয়জনের সান্নিধ্যে মেলে চিরন্তন সমৃদ্ধি।
প্রতিক নামটি হয়ে ওঠে গর্ব ও প্রজ্ঞার দ্যুতি,
বাংলার শিক্ষার শিখরে উজ্জ্বল তার অনন্য দ্যুতি।
--------------------------------------------------


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।