জ্ঞান ও উদ্ভিদের আলোয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জ্ঞান ও উদ্ভিদের আলোয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

হাফিজ উদ্দিন সরকার, জন্ম গ্রাম ও ডাকঘর—কাপাসিয়া,
শৈশবের স্মৃতি মাটির সঙ্গে মিশে, জীবনের প্রেরণা হয়ে ওঠে রসসিয়া।

চিনাডুলি বাঘিয়া এমআর উচ্চ বিদ্যালয়ে SSC ১ম বিভাগ, ১৯৯৩,
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে HSC ১ম বিভাগ, ১৯৯৫।

বিএসসি অনার্সে উদ্ভিদবিদ্যায় প্রথম শ্রেণী ১৯৯৯,
মাস্টার্সেও উদ্ভিদবিদ্যায় প্রথম শ্রেণী ২০০০—জ্ঞান ভরে প্রতিটি দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠশালায় শিক্ষা সঞ্চয়,
প্রকৃতির পাতায় পাতায় লক্ষ্য করল পথের অমল বীজের চিহ্ন।

ঢাকার মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সহকারী অধ্যাপক,
উদ্ভিদবিদ্যার পাঠ্যক্রমে ছাত্রদের মনে বীজ বপন করে আশা ও জ্ঞানের ছায়া।

পাঠদান যেন মাটির ছোঁয়ায় জন্মানো শাখা,
শিক্ষার্থীর মন হয়ে ওঠে পাতা, জ্ঞান সমৃদ্ধ হয়ে শিকড়ে বাঁধা।

বীজ থেকে বৃক্ষের মতো শেখানো ধৈর্য্য,
পাতার নড়াচড়া শিখায় মনন, গঠন করে শিক্ষার অনন্য কৌশল্য।

শিক্ষার্থীর আগ্রহ, যেন জল,
উদ্ভিদের মতো তা ছড়িয়ে দেয় প্রাণ ও সম্ভাবনার ফুল।

গবেষণার সূক্ষ্মতা, যেন সূর্যের আলো,
পাঠ্যপুস্তকের নরম পাতা পোহায় গভীর জ্ঞানের আলো।

উদ্ভিদ যেমন পরিবেশের সঙ্গে খাপ খায়,
শিক্ষকও ছাত্রদের মতো মানিয়ে নেন কঠিন তত্ত্বের ছায়া।

জীবনের শাখা-প্রশাখায় ঘেরা পরিবার—বিবাহিত ও এক কণ্যা সন্তানের জনক,
প্রতিদিনের পরিশ্রমে পুষ্পিত হয় সংসার, শিক্ষার বীজ বুনে রাখে মনক।

প্রকৃতি, পরিবার ও ছাত্রছাত্রী—এই তিন স্তম্ভে জীবন গড়ে,
শিক্ষার জল, অধ্যবসায় সূর্য, প্রজ্ঞা মাটি—ফুলে ফোটে আশা।

সকলের প্রার্থনা ও ভালোবাসায় জীবন হয় সবুজ বাগান,
জ্ঞান ও উদ্ভিদের আলোয় ভরে ওঠে আনন্দময় জীবনমান।


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।