নারী শক্তির প্রতীক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নারী শক্তির প্রতীক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************
উম্মেকুলসুম শিল্পী — দীপ্ত জ্যোতিষ্ক,
বেলাশী গ্রামে জন্ম তার, মাটির সুবাসে দ্যুতিময় দীক্ষা।
পিতা কফিল উদ্দিন, মাতা রাহিমা খাতুন—
প্রকৃতির কোলে ধরা দিলেন আলোকিত এক মানবাধিকার বাণী।
প্রথম পাঠশালা বেলাশী সরকারি বিদ্যালয়,
যেন ধানের ক্ষেতে ফুটে ওঠা প্রথম শিউলি ফুল।
হাইলজোরের ইউনিয়ন স্কুলে এসএসসি,
যেন বজ্রপাতের মাঝে দীপ্তি ছড়ানো বিদ্যুৎ।
ভাওয়াল বদরে আলম কলেজে এইচএসসি হতে মাস্টার্স,
জ্ঞান যেন স্রোতস্বিনী নদী, তীর ভাঙা অবিরাম ধারা।
গাজীপুর ল কলেজে এলএলবি,
ন্যায়বিচার ধরিলেন হাতে, দার্শনিক দৃঢ়তায়,
বিজ্ঞানের যুক্তি হয়ে উঠল তার জীবনশক্তি।
তিনি প্রতিষ্ঠাতা—"গাজীপুর ক্যাডেট একাডেমি",
প্লে হতে দশম শ্রেণি অব্দি জ্ঞানের সৈনিক গড়ে তুলেন।
প্রধান শিক্ষক তিনি, আবার সেবকও,
জাতির ভবিষ্যৎ হাতে ধরেন আলোকিত প্রদীপ।
প্রশাসকের মতো শৃঙ্খলায় বাঁধেন প্রতিষ্ঠান,
দার্শনিকের মতো ভাবনায় খোঁজেন আলোর দিশা,
বিজ্ঞানীর মতো যুক্তিতে খুঁজে নেন সত্য।
আজ তিনি নির্বাচিত সদস্য, গাজীপুর জেলা পরিষদ,
কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুরের আংশিক—
নেতৃত্বের অগ্নিশিখা হাতে তিনি অগ্রযাত্রী।
বজ্র কণ্ঠে উচ্চারণ করেন—
“আমি নারী, আমি শক্তি, আমি পথের প্রদীপ,
অন্ধকার ভেদ করা বিদ্যুৎ!”
শিক্ষা তার অস্ত্র, সেবা তার সাধনা,
প্রশাসন তার দায়িত্ব, দর্শন তার প্রাণ,
বিজ্ঞান তার বিশ্বাস, প্রকৃতি তার প্রেরণা।
উম্মেকুলসুম শিল্পী—
নারী শক্তির প্রতীক, বিদ্রোহের ধ্বনি,
বাংলার মাটিতে জাগাও নতুন আলোর গান।
--------------------------------------
২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।