নবীণ আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নবীণ আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

সকালের রোদ ঝরে, ফুলে মাখে শিশির,
কাপাসিয়ার কন্যা লাবিবা হল সমুজ্জ্বল নক্ষীর।
ঢাকার মিলনায়তনে বাজে আনন্দ রবে,
প্রধানমন্ত্রীর হাসি ঝরে তার কণ্ঠস্বর শবে।

সাদের সাথে মিলেমিশে উপস্থাপনার গান,
জাতির হৃদয় ভরলো সুরে—হল প্রাণবান।
প্রধানমন্ত্রী স্নেহভরে শিশুদের বুকে টানেন,
করতালির ঢেউ তুলে সবাই হৃদয় প্রাণে মানেন।

২০২৪-এর পদকে কবিতায় হলো দ্বিতীয়,
গল্প বলায় প্রথম হয়ে সবার চোখে অদ্বিতীয়।
২০২৩-এর শিশু একাডেমিতে কবিতায় তৃতীয় নাম,
উপজেলা-জেলায় বারবার প্রথম হলো দাম।

আবৃত্তি, বক্তৃতা, আঁকা, গল্প বলায় জয়,
ক্রেস্ট, সনদ, পুরষ্কারে সাজে গর্বময়।
পাবুর প্রাথমিকের ছাত্রী স্নিগ্ধ কিশোরী,
আজ জাতির গর্ব হয়ে উজ্জ্বল আলো ঝরি।

পিতা শামসুল হুদা লিটন কলমের কারিগর,
মা মোছলিমা আক্তার শিক্ষকতার অমর।
তাদের স্নেহে গড়া কন্যা দীপ্তি আনল,
বাংলার অঙ্গনে নতুন আলো জ্বালল।

রমিতার স্নিগ্ধ বাণী হৃদয় প্রজ্জ্বলিত করে,
ফাতেমা ম্যাডামের প্রশিক্ষণ অনন্য দিক ভরে।
সিমিন রিমির প্রেরণা, সচিবের অনুগ্রহ,
সবার আশীর্বাদে লাবিবার দীপ্ত গৌরব।

কাপাসিয়ার আঙিনায় তুমি সোনার কুসুম,
গাজীপুরের বুক ভরে ওঠে গর্বের সুমধুর সুর।
নবীন আলো তুমি—জাতির অমূল্য ধন,
বাংলার প্রতিটি হৃদয়ে তুমি দীপ্ত স্বপন।
-----------------------------------------


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।