ফেরার কোনো পথ নেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ফেরার কোনো পথ নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************

মৈশন মাটির গন্ধে বয়ে যায় জন্মের রক্ত,
মিয়া বাড়ীর ছায়ায় গড়া মন, অসীম আকুল স্বপ্নের ঘ্রাণ।
পিতা মৃত মোছলেহ উদ্দীন চৌধুরীর স্মৃতি,
মাতা হাছিনার মমতা, বুকে জ্বলে বিদ্রোহী আলোয়।

তরগাঁও ইউনিয়নের প্রতিটি পথে চপল পা,
কাপাসিয়ার বুকে কাব্যরক্তের ছোঁয়া লেগে থাকে।
এসএসসি ১৯৭৩, ঈদগাহ উচ্চ বিদ্যালয়,
এইছ এসসি ১৯৭৫, কলেজের অগ্নিময় আলোয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে বিএ ১৯৮১,
জ্ঞান, সাহিত্যের তাণ্ডব, বুকে ঘূর্ণায়মান অগ্নিকল্পে।
প্রকাশিত কাব্যগ্রন্থ—"ফেরার কোনো পথ নেই",
একুশের বই মেলায়, ঝরে পড়ে বিদ্রোহী হৃদয়ের সুরে।

গল্পের ভুবনে, "শেষ বিকেলের গল্পো", ১৯৯২,
শেষ বিকেলের আগুনে দগ্ধ চরিত্র, অচিরে চিরন্তন।
শিক্ষকতা মৈশন উচ্চ বিদ্যালয়ে,
জ্ঞান বীজ বুনে, ছাত্র হৃদয় জ্বালায় বিদ্রোহের প্রদীপ।

চাকুরি—সিভিল এ্যাভিয়েশন, ঢাকা,
বিদেশের আকাশে ত্রিশ বছরের ঝড়,
ভাষা, সাহিত্য, সংগীত, কবিতা—সবকিছুতে ভেসে যায় অচিন্তিত স্রোতে।
লেখালেখি সাপ্তাহিক রোববার, বিচিত্রা, যায়যায়দিনে,
প্রকৃতির আলোয়, ফুলের ছোঁয়ায়, জন্মভূমির মাটিতে—সবকিছুতে মিলন অমল।

ভালোলাগা—প্রকৃতি, কবিতা, জন্মভূমি,
প্রতিটি পাতা, প্রতিটি শব্দে বিদ্রোহী জ্বলন।
ছবির মতো—ড্রীম হলিডে নরসিংদী,
জীবনের প্রতিটি ছন্দে, প্রতিটি দোলে, ঝরে পড়ে কাব্যের অগ্নিস্রোত।
------------------------------------------


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।