স্বপ্নের দীপক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বপ্নের দীপক
মোঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
দক্ষিণ গাও জন্ম, আড়াল বাজারে মাটি যেন জ্বলে,
পিতার স্মৃতি—আলহাজ্ব আব্দুল আউয়াল, মৃত হলেও চিরন্তন শিখা জ্বলে।
কালিয়াব দাখিল মাদরাসার পাঠশালায় পড়েছি বিদ্যার তরে,
৫ম শ্রেণির স্কলারশিপে প্রথম, দীপক জ্বলে জ্ঞানের তরে।
দাখিল ১৯৯৮, আলিম ২০০০/২০০১, ফাযিল ২০০২—
জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা নরসিংদীতে প্রথম বিভাগে উত্তীর্ণ।
কামিল হাদিস ২০০৪, কামিল তাফসির প্রঃ ২০০৬—
সরকারি মাদ্রাসা ই আলিয়ায় প্রথম শ্রেণি, জ্ঞান চিরন্তন আলো।
বিএ (অনার্স) ২০০৫, এমএ বাংলা ২০০৬, জাতীয় বিশ্ববিদ্যালয় দীপক,
ডি.এ.এইচ.এম চার বছর, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডে চিকিৎসা বিদ্যা জ্বলে।
দাওরায়ে হাদিস (তাকমিল) বেফাক বোর্ডে প্রথম শ্রেণি,
এলএলবি, বংগ বন্ধু কলেজ ২০১৭, আইন ও প্রজ্ঞার আলো জ্বলে।
শিক্ষক জীবনে দীপ্তি—শেখের গাও জামিউল উলুম ফাযিল মাদরাসায় প্রভাষক,
২০০৬ ইং ২৩ আগস্ট থেকে ২০১৯ ইং ৩১ মার্চ পর্যন্ত জ্ঞানের প্রদীপ জ্বেলে।
বর্তমানে প্রধান মুহাদ্দিস, দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসায়,
সাবেক গেস্ট লেকচারার, মনোহরদী সরকারি কলেজ বাংলা বিভাগে শিক্ষার ঝড়।
মহাসচিব, বাংলাদেশ আলকোর গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটি,
সহ-সাধারণ সম্পাদক, জাতীয় মুফাসসির পরিষদ, নরসিংদী জেলা।
উত্তরণ সাংস্কৃতিক সংসদ মনোহরদী, প্রতিষ্ঠাতা ও সভাপতি ২০০৭–বর্তমান,
খতীব—সনমানিয়া কেন্দ্রীয় ঈদগাহ, কাপাসিয়া ও তারাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
সাবেক ভিপি, নরসিংদী বিএফআই হোমিও মেডিকেল কলেজ, জামেয়া ছাত্র সংসদ সম্পাদক,
প্রতিষ্ঠাতা সভাপতি, দক্ষিণ গাও কালিয়াব দাখিল মাদরাসা ছাত্র পরিষদ ২০০০–২০১৮।
ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত কাজে নিবেদিত—
লেখালেখি ও সেবায় হৃদয় অগ্নি, বিদ্যার তেজে ভাসমান।
স্বপ্ন দেখি—কাপাসিয়ার মানুষ হোক উন্নত, সফল, জ্ঞানপ্রবাহে উজ্জ্বল,
বিদ্যাযুদ্ধের পতাকা উঁচু, দীপক জ্বলে চিরন্তন অগ্নি।
আমিন! প্রতিটি হৃদয় হোক বিদ্যার ঢেউ, অদম্য,
নিশ্চল প্রজ্ঞা ও সত্যের আগুনে জ্বলে উঠুক নতুন প্রলয়।
------------------------------------------------------------
২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।