সোনালী আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সোনালী আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
ডা. মুশাররাত মেহজাবীন মিমু,
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সেশন ২০১১-১২,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ত্রিশাল, ময়মনসিংহে।
পিতা মোঃ মোশাররফ হোসেন মোল্লা,
গ্রামঃ চরনীলক্ষী, কাপাসিয়া,
মাতাঃ মনিরা তুল আলম,
গ্রামঃ বাঘিয়া, কাপাসিয়া।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন—
দেশের এই দুর্যোগে, সোনালী আলো জ্বলে।
প্রকৃতির কোমল ছোঁয়া, মৃদু বাতাসে,
হৃদয়ে দোল খায় আশা, স্বপ্নের নীড়ে।
ডা. মিমুর নীরব পথচলা,
মানবতার আলো যেন বয়ে চলে নদীর মতো।
ঘরে বসে, দূরের আকাশে তাকিয়ে দেখি,
সোনালী আলো মিশে যায় হৃদয়ের কোণে।
পিতার দায়িত্ব, মাতার হাসি,
এবং মানুষের শান্তির এক নীরব বার্তা।
---------------------------------------------
সূত্রঃ অনলাইন ফ্লাটফ্রম
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।