নির্বাহী ম্যাজিস্ট্রেট
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নির্বাহী ম্যাজিস্ট্রেট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************************
মোঃ বোরহান উদ্দিন মিঠু—
গ্রাম ও পোস্ত অফিস খিরাটি,
ইউনিয়ন ঘাগটিয়ার মাটিতে
শৈশবের আলোয় প্রথম স্বপ্নের বীজ রোপিত।

খিরাটি এ.কে উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে (২০০৪)
জীবনের প্রথম সনদ হাতে নিলেন তিনি,
তারপর বঙ্গতাজ কলেজে (২০০৬)
তারুণ্যের দীপ্তি পেলো ডানা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নীলাভ সবুজ ছায়ায়
গড়ে উঠলো তাঁর জ্ঞানপিপাসার গৃহ—
বিইউআরপি (ব্যাচেলর অব আরবান এন্ড রিজিয়নাল প্ল্যানিং, ২০১০),
তারপর এমইউআরপি (মাস্টার্স অব আরবান এন্ড রিজিয়নাল প্ল্যানিং, ২০১১),
যেখানে নগর-মানচিত্র, নদী, বন আর ইতিহাস
মিশে গেলো এক বিস্তৃত স্বপ্নে।

আজ তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,
৩৭তম বিসিএসের আলোকবর্তিকা হয়ে
দাঁড়িয়ে আছেন রাষ্ট্রের দায়িত্বে।
পদায়ন রাঙ্গামাটি পার্বত্য জেলার
জেলা প্রশাসকের কার্যালয়ে—
যেখানে পাহাড়ের কুয়াশা, নদীর নীল স্রোত
মিশে যায় তাঁর কর্মের শৃঙ্খলায়।

কলমের আঁচড়ে তিনি আঁকেন ন্যায়ের রেখা,
রাষ্ট্রের শাসনে আনে শৃঙ্খলার সুর।
তাঁর পদক্ষেপে বাজে দায়িত্বের দৃঢ়তা,
তাঁর চোখে জ্বলে আগামী দিনের আলো।

কাপাসিয়ার সন্তান তিনি—
যেখানে শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের ধারা
চিরদিন অগ্রসর হোক,
যেমন এগিয়েছে তাঁর জীবন—
গ্রামের ধুলো মেখে, বিদ্যালয়ের আলো পেরিয়ে,
কলেজের স্বপ্ন ছুঁয়ে, বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞায় দীপ্ত হয়ে
ন্যায়ের পতাকা হাতে দাঁড়িয়েছেন
জনগণের আস্থার প্রহরী হয়ে।
----------------------------------------সূত্রঃ গুগুল


২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।