প্রভাষক ,পদার্থ বিজ্ঞান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রভাষক ,পদার্থ বিজ্ঞান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
মোঃ অহিদুজ্জামান, নামের মাঝে লুকানো
রহস্যময় পদার্থের নীরব জগত,
পিতা মোঃ আনোয়ার হোসেনের আশীর্বাদে,
মা জায়দা বেগমের কোমল স্নেহে বড় হয়েছেন তিনি।
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জের প্রাঙ্গণে,
প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগে তিনি আজও দাঁড়িয়ে আছেন,
৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) নির্ধারিত পথে,
অধ্যয়নের দীপ্ত আলো ছড়িয়ে, বিদ্যার্থীর মনে উদয় হয় জ্ঞান।
স্থায়ী ঠিকানা—নরোত্তমপুর, কাপাসিয়া, গাজীপুরের মাটির গন্ধে,
গ্রামের প্রতিটি পাথরে বাঁধা রয়েছে স্মৃতির লতা।
ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় (২০০৬) থেকে
বঙ্গতাজ ডিগ্রি কলেজ (২০০৮) পর্যন্ত শিক্ষার ধারা।
পদার্থবিজ্ঞানের চেতনার ছোঁয়ায়
বিএসসি অনার্স (২০১২) জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে,
এবং এমএসসি (২০১৩) সেই একই বিদ্যাপীঠের আলোয়।
রক্তের গ্রুপ AB+—জীবনের স্পন্দন,
বিদ্যার সমুদ্রের মধ্যেও অনন্য সুরের আভাস।
তিনি হেসে বলেন,
“পদার্থও কবিতা হতে পারে,
এবং কবিতার ছন্দে জীবনও পদার্থের নিয়ম মেনে চলে।”
জীবনানন্দ দাসের শৈলীতে,
প্রভাষক পদার্থ বিজ্ঞান নয় শুধু নাম,
এটি অনুভবের খোঁজ, আলো-অন্ধকারের খেলায়,
জ্ঞান-বিজ্ঞান আর মানবতার সংলাপে বাঁধা কবিতা।
----------------------------সূত্র অনলাইন
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।