প্রভাষক, ব্যবস্হাপনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রভাষক, ব্যবস্হাপনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
ধানদিয়ার মাটিতে জন্মেছেন তিনি—
মোঃ আশরাফুল ইসলাম,
BCS (সাধারণ শিক্ষা),
প্রভাষক, ব্যবস্হাপনা বিভাগ,
মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর।

পিতা : মরহুম কমর উদ্দিন মাস্টার,
গ্রাম : ধানদিয়া, পোস্ট : হাসানপুর,
উপজেলা : কাপাসিয়া, জেলা : গাজীপুর।

শিক্ষাজীবনঃ
এসএসসি : লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় (২০০৫),
এইচএসসি : লাখপুর শিমুলিয়া কলেজ (২০০৭),
বি বি এস (সম্মান), ব্যবস্হাপনা, সরকারি তিতুমীর কলেজ,
এম বি এস (স্নাতকোত্তর), ব্যবস্হাপনা, সরকারি তিতুমীর কলেজ,
জাতীয় বিশ্ববিদ্যালয়।

ধানদিয়ার রোদ, হাসানপুরের বাতাস—
সবকিছুই গড়েছে তার মনের শৃঙ্খল।
পিতার শান্ত বাণী তাকে শেখায় পথ,
মায়ের আদর মনে রাখে স্বপ্নের আভাস।

বিদ্যালয়ের প্রান্তরে শোনা প্রথম আলো,
কলেজের হলপথে স্বপ্নের ধ্বনি,
শিক্ষার নদী পার হয়েছেন তিনি সম্মান আর স্নাতকোত্তরের ছন্দে।
পড়াশোনার মাঝে মিলিয়েছে অধ্যবসায়ের স্পন্দন,
জ্ঞান, চিন্তা, তর্ক—সব মিলিয়ে তার পথ।

মাদারীপুর সরকারি কলেজে প্রভাষক,
ব্যবস্থাপনা বিভাগের শৃঙ্খলে বাঁধা,
শ্রেণীকক্ষে ছড়ান জ্ঞানের আলো,
শিক্ষার্থীর মনে জ্বালান স্বপ্নের দীপ।

কাপাসিয়ার আকাশ, গাজীপুরের মাটি—
সব মিলিয়ে তিনি, এই জীবনের খণ্ডচিত্র।
প্রভাষক, ব্যবস্হাপনা, মানুষ, শিক্ষার্থী,
স্মৃতি, সংগ্রাম, জ্ঞান, স্বপ্ন, আশা—
সব একত্রে ফুটে ওঠে ধীর, মৃদু ও গভীর ছন্দে।
-------------------------সূত্র অনলাইন


২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।