উপ-পুলিশ পরিদর্শক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উপ-পুলিশ পরিদর্শক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
বাঘিয়ার ধূলিকণা গেঁথে আছে স্মৃতির মায়ায়,
মাটির সাথে লিপ্ট হয়ে উঠেছে তার চোখের স্বপ্ন।
মিজানুর রহমান সাব্বির—নামটি যেন বেজে ওঠে
পাহাড়ের চূড়ো থেকে নদীর তীরে,
শূন্যতাকে ছিঁড়ে আনে আলোছটা।
পিতাঃ আবু তালেব,
মাতাঃ রুশিয়া আক্তার,
তাদের আদরে বোনা,
শৈশবের কোমলতার ঝর্ণাধারা।
স্কুলের পাঠের মাঝে হারিয়ে যাওয়া শিশুর হাতটি
ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিকড়েতে আঁকড়ে থাকে—২০০৩ সালের সেই ঝিকিমিকি,
তার পর কাপাসিয়া ডিগ্রি কলেজের উন্মুক্ত আকাশ—২০০৫,
শব্দেরা যেন বাতাসে ভেসে আসে,
বিষয়ক বইয়ের মাঝে লুকোনোর মতো।
জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ—ইংরেজি সাহিত্যের পাতা উল্টে উল্টে,
স্নাতক ও স্নাতকোত্তরে আত্মার অগ্নি জ্বালায়,
শব্দে শব্দে চিন্তা গাথা,
কল্পনায় নৌকা ভাসে নদীর শান্ত জলধারায়।
চাকুরী—উপ-পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ,
কর্মক্ষেত্রের কঠিন আলো-ছায়ায় সে দাঁড়ায়,
নির্জন রাস্তায় হেঁটে যায়,
গভীর নিশ্বাসে নীড়ে বোনা প্রতিজ্ঞা।
কিন্তু ভেতরে, সেই শিশুটি—
যা বাঘিয়ার ধূলিকণা গেঁথে বেড়ে উঠেছে,
সে আজও চায়
শান্তির কবিতা লিখতে,
আলো আঁধারের মাঝে ব্যথা গুনতে,
জীবনের রঙ ছড়িয়ে দিতে মানুষদের মনে।
উপ-পুলিশ পরিদর্শক, হ্যাঁ—সে দায়িত্বে দাঁড়ায়,
কিন্তু জীবনানন্দের ছোঁয়া,
শব্দের কোমলতা, মানবিকতার দীপ্তি
তার হৃদয়ে বেজে ওঠে প্রতিনিয়ত।
------------------------------সূত্র অনলাইন
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।