জীবনপথের আলোয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জীবনপথের আলোয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

মোঃ আনিস উর রহমান—
পিতার ইতিহাসে মুক্তিযুদ্ধের সাহসের রেখা,
মোঃ আহসান উদ্দিন।
মাতার মধুর স্মৃতি—
লেট পাপিয়া ইয়েসমিন।

সঙ্গিনী—নূর ফারহানা আনিস বিনতি রোস্লান,
সিনিয়র এক্সিকিউটিভ,
প্রফেশনাল একাউন্টিং ও ফাইন্যান্স রিপোর্টিং,
সিমে দার্বি বারহাদ।

গ্রামের মাটিতে তরগাঁওয়ের নরম ধূলিকণা,
কাপাসিয়ার বাতাসে শিশিরের স্বপ্নবিন্দু।
শিশুকালের স্কুল—
কোহিনূর হাই স্কুল অ্যান্ড কলেজ, ২০০২।
এইচএসসি—কাপাসিয়া ডিগ্রি কলেজ, ২০০৪।

বিদ্যার অরণ্যে পা বাড়ালে
ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি, মালয়েশিয়ায়।
ব্যাচেলর অব একাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স (অনার্স),
আল-বুখারি আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপে আলোকিত রাত।

মাস্টার্স অফ সায়েন্স ইন একাউন্টিং (MSc.),
গবেষণা অনুদান—মালয়েশিয়ার শিক্ষামন্ত্রকের কাছ থেকে।
প্রবন্ধের নাম:
“স্বাধীন পরিচালক ও তাদের নিয়োগ প্রক্রিয়ার ভূমিকা।”

পেশাদার ডিগ্রি—ACCA,
প্রফেশনাল স্টেজ, ২০২১ সালের আশা।

কর্মজীবনের পথচিত্র:
গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি।
ফাইন্যান্স এক্সিকিউটিভ, ING কমার্শিয়াল ব্যাংক, কুয়ালালামপুর।
ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, আল-হামরা ক্যাপিটাল এসডিএন বিহাড।
প্রিন্সিপাল ও শাখা ব্যবস্থাপক, অলিম্পিয়া কলেজ, কুয়ান্টান।
বর্তমান—ফাইন্যান্স ম্যানেজার,
জিও গ্লোবাল ম্যানেজমেন্ট এসডিএন বিহাড,
শীর্ষ পর্যায়ের দায়িত্বে।

রক্তের গ্রুপ—A+।
হবি—পরিবারের সঙ্গে ভ্রমণ, রান্না।
খেলাধুলা—ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল।

বীর মুক্তিযোদ্ধার ইতিহাসের স্পর্শ,
মাতার মমতার কোমলতা,
সঙ্গিনীর স্নিগ্ধ সঙ্গ,
প্রজ্ঞা, সাহস, ভালোবাসা—
সব মিলিয়ে এক কাব্যিক জীবনপথের ছবি।
----------------------- সূত্র অনলাইন।


২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।