প্রভাত ফুল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রভাত ফুল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
কলমেঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------
নব্বই দশকের ভোর, রাওনাটের বুকে
জেগে ওঠে অদম্য প্রাণের অগ্নিশিখা।
জাতীয়তাবাদী ছাত্রদলের তরুণেরা
মিছিলে মিছিলে বেজে ওঠে বিদ্রোহের গান।
মাঠের ধুলোয় লাল রক্তের চিহ্ন,
কণায় কণায় প্রতিধ্বনি—
সাইফুল ইসলাম খন্দকারের বিপ্লবী গর্জন।
প্রভাত ফুলের মতো সে ফেটে ওঠে,
অন্ধকার ভেঙে, পাথর ফাটিয়ে,
পথিকৃৎ হয়ে দ্যুতিবধ হয়ে যায়।
কবির আহম্মেদ সরকার, এস এম আক্রাম হোসেন—
দুই অগ্নিশর, তরুণ বীজের মতো বিস্ফোরিত,
জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা হাতে ধরে
ছাত্র সংসদের মাঠে ঝড় তুলেছে।
ভয়ের স্রোত চূর্ণ করে দিয়েছে তারা,
জেল-জুলমের অন্ধকারকে আলোতে পরিণত করেছে,
প্রতিটি ভোরে লাল রক্তের পলাশ ফুটে ওঠে।
সাইফুল দাঁড়ায় প্রতিপক্ষের কুড়িকাঠির মুখোমুখি,
তার চোখে জ্বলে আগুন, হৃদয়ে বাজে বজ্রধ্বনি।
প্রতিটি পদক্ষেপ যেন এক তীব্র বিদ্রোহের ঢেউ,
ভয়ের মাঝে সে এক বিপ্লবী গর্জন আনতে পারে।
প্রতিটি শব্দ তার স্বাধীনতার সুর,
প্রতিটি দৃষ্টি বিদ্রোহের জ্যোতি।
তিনি প্রভাত ফুল, পথিকৃৎ,
যে স্বপ্ন দেখে আকাশের সীমা ছাড়িয়ে,
যে সাহসের ঢেউ বয়ে যায় নদীর মতো অচিরে।
আমরাও পেয়েছি তার সাহসের ছোঁয়া,
ধারাবাহিকতায় চলতে শিখেছি অদম্য রূপে,
জাতীয়তাবাদী ছাত্রদলের রক্তে রাঙানো পথে।
প্রতিটি বাতাসে শোনা যায় তার গর্জন,
প্রতিটি ফুলে ফুটে ওঠে তার রক্তের রঙ।
বিদ্রোহী মননের জ্যোতি ছড়িয়ে দিয়ে,
সে শিখিয়েছে—ভয়কে জয় করতে,
অন্ধকারকে আগুনে ভস্ম করতে,
ধ্বংসের মাঝেও নতুন সূর্য উদিত করতে।
সাইফুল ইসলাম খন্দকার—
বিজয়ের রাঙা পলাশ,
প্রভাত ফুল, পথিকৃৎ,
যে সাহসের আলো আজও আমাদের হৃদয়কে জ্বালিয়ে রাখে।
অদম্য তরুণেরা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা ধরে,
প্রতিটি ভোরে নতুন বিদ্রোহের গান গেয়ে,
প্রতিটি পদক্ষেপে ঝরে রক্তের চিহ্ন,
যেন বিপ্লবের আগুনে আলো করে অচিন্ত্য আকাশ।
ভয়ের মাঝেও সে দাঁড়ায়,
ভয়ের মাঝেও সে গর্জে ওঠে,
যেন প্রতিটি হাহাকার, প্রতিটি কুৎসিত দমনের নীল আঁধার
তার অগ্নি বিদ্রোহে ঝলসে যায়।
প্রতিটি ভোরের কুয়াশা তার পদচারণায় ছিঁড়ে যায়,
প্রতিটি রাতের শূন্যতা তার চোখে আলো পায়।
সাইফুল ইসলাম খন্দকার—
প্রভাত ফুল, পথিকৃৎ, বিজয়ের রাঙা পলাশ,
ভয়ের মাঝে বিপ্লবী গর্জনের মহাস্রোত।
তার সাহসের ঢেউ আজও বয়ে যায় হৃদয়ের সমুদ্র,
জাতীয়তাবাদী ছাত্রদলের তরুণেরা তার আলোর পথে ঝাঁপিয়ে পড়ে,
যেন প্রতিটি ভোর, প্রতিটি পদক্ষেপ,
নতুন বিপ্লবের সূচনা।
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।