শত ব্যাগ রক্ত দান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শত ব্যাগ রক্ত দান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
ওহে শুনো আজিকার বিশ্ব,
এসো—দেখো রাওনাটের বুকে,
মানবতার উজ্জ্বল নদী অবিরামবয়ে যায়
রক্ত বন্ধু ফাউন্ডেশন—রক্তের স্রোতে প্রলম্বিত,
মাসুম মোল্লার নেতৃত্বে তরুণ প্রাণের উজার।
মাটির সুগন্ধে, পাতার কুঁড়িতে,
প্রকৃতি যেন আকাশের হাসিতে
তাদের ত্যাগের দীপ্যমান আলো দেখে মুগ্ধ।
এক ঝাঁক তরুণ, চির সবুজ প্রহরে বাঁধা,
মানবতার ডাকে ছুটে চলেছে,
মৃত্যুর মুখোমুখি, রক্ত বিলিয়ে জীবনের আলো।
স্যালুট! স্যালুট!
এইসব তরুণ মানবিক তুর্কীদের,
যারা নিজের খরচায়, নিজের চিত্তে
মানুষের কল্যাণে আগুন জ্বালায়।
না—তাদের নেই স্বার্থের লোভ,
শুধু দৃঢ় শপথ—মানুষ মানুষের জন্য।
দীপ্যমান এই শ্লোগানে, তাদের প্রাণ জ্বলজ্বলে,
রক্ত বন্ধু ফাউন্ডেশন—মানবতার মৃত্যুঞ্জয়ী উপমা।
রাওনাটের বুকে, চির উজ্জ্বল মানবিক কুঞ্জ,
মৃত্যুর ক্ষণে মানুষ ছুটে আসে,
একটু রক্তের আশায়।
তরুণরা আসে হাসিমুখে,
রোগীর শয্যায় শীতলতায় ফুলের মতো,
প্রেমময় স্পর্শের সুরে বয়ে যায় মানবতার নদী।
হৃদয়ের প্রতিটি কোণে রচনা হবে ইতিহাস,
এই কল্যাণের সাক্ষ্য চিরন্তন।
মহান আল্লাহ, গ্রহণ করো তাদের ত্যাগ,
ফাউন্ডেশনের সভাপতি মাসুম মোল্লার দিক নির্দেশনায়
প্রজ্জ্বলিত হোক শত শত অসহায় মানুষের প্রাণ।
জয় হোক মানবতা।
মাসুমের পুরো টিমের প্রতি,
পৃথিবীর মানবতা কৃতজ্ঞ।
-------------------------------------------
২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।