কবির কাব্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কবির কাব্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট.কাপাসিয়া,গাজীপুর
*******************************************
১৯৭৩ সালে জন্ম, হাফিজ নাম তার।
সোহাগপুর, সিংহশ্রী ইউনিয়নের মাটি ও বাতাসে ভরা তার বাড়ি।
আবদুল আজিজ পিতা, সখিনা বিবি মা—
শ্রদ্ধা ও ভালোবাসা ভরে স্মরণ করি তাদের প্রতিটি দিন।
সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে,
১৯৮৮ সালে এসএসসি প্রথম বিভাগের আলো ছড়ায়।
১৯৯৩ সালে ডিগ্রি অর্জন,
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের আলোয় মন ভরে।
৩০ জানুয়ারি ১৯৯৯ সালে,
সহকারী শিক্ষক পদে যোগদান কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আজ প্রধান শিক্ষক বিবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে—
শিশুদের স্বপ্ন বোনে, শিক্ষা ও ভালোবাসার আলো ছড়ায়।
শিক্ষার সঙ্গে সাহিত্যের সঙ্গী,
শিশু গড়িতে কবিতা রচিত হয়, অন্তরের গভীর স্পর্শ নিয়ে।
যৌথ কাব্যের প্রকাশ—
“জলন্ত প্রতিভা”, “কবিতায় বঙ্গবন্ধু”, “চেতনা ৭১”,
“বিরহের কাব্য”, “রমজানের রহমত ও উৎসর্গ”—
কবিতার আলো ছড়ায় মানুষের হৃদয়ে।
পিটিআই জয়দেবপুর থেকে সিইনএড (প্রথম শ্রেণি) অর্জন,
শিশুদের মাঝে শিক্ষা ছড়ানো, মানবতার বীজ বোনা।
সূর্য ওঠে মাঠে, শিশুর খেলা ভরে উঠুক আশার আলো,
নদীর ধীর গতি, পাখির গান, বাতাসের নরম ছোঁয়া—
সব মিলিয়ে হাফিজের পথ আলোকিত,
সকলের দোয়া ও ভালোবাসায় পূর্ণ।
এই জীবন, এই শিক্ষা, এই কাব্য—
সবকিছু যেন মানবতার গান হয়ে বয়ে যায় চিরন্তন।
-------------------------------সূত্র অনলাইন
২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।