নারী লেখিকা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নারী লেখিকা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

আমি তানিয়া কামরুন নাহার, জীবনের পথ চলায়,
কাপাসিয়ার তরগাঁ গ্রামের ছায়ায় জন্মের গাঁথা বাজায়।
যেখানে কখনো বাস হয়নি, তবু মনে নদীর নীরবতা,
পাহাড়, ঝরণার ছায়া, গ্রামের অমলিন কথা।

পিতা—মো: আব্দুর রশীদ, মাতৃমমতা—শামসুন নাহার,
পরিবারের আদরে গড়া, প্রাণে লেখা, মন ভরা খাসা কার।
পেরেন্টিং, নারী-শিশু অধিকার, মানবতার গান,
সমাজ, রাজনীতি, পরিবার—কলমে ফুটে ওঠে প্রাণ।

২০১৩ সালে প্রকাশিত ভালো আদর মন্দ আদর,
পারিবারিক জীবন, পেরেন্টিংয়ের গল্পের আলোছায়ার প্রহর।
শিক্ষকতা পেশা হলেও, আমার কাছে প্রিয় পরিচয়,
লেখক, পর্যটক, সাহসিকতায় ভরা ভ্রাম্যমাণ যাত্রা—অমলিন রূপের খোঁজ।

দূর্গম পাহাড়, ঝরণার তীরে, যখন তখন ছুটে যাই,
ভ্রমণ, অভিযান—রক্তে সাহস, চোখে স্বপ্নের মায়া পাই।
শিক্ষার আলোয় পথচলা—
এসএসসি: নজরুল শিক্ষালয়
এইসএসসি: হলি ক্রস কলেজ
বিএসসি (সম্মান): ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি, ঢাবি
এমএস: ঐ
এম.এড: আই ই আর, ঢাবি

বর্তমানে কর্মরত: বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা
সিনিয়র শিক্ষক-রসায়ন, হৃদের ধ্বনি বাজে আলোয়।
নিজের হবি বলতে দুনিয়ার সব কিছু—
লেখালেখি, ছবি আঁকা, ভ্রমণ, মুভি দেখা, আড্ডা—
প্রাণের প্রতিটি কোণে জাগে আনন্দ, উচ্ছ্বাস, মুক্তি।

আমি চাই, ভাবনাগুলো নির্বিঘ্নে শেয়ার করতে,
আপনাদের পাশে থাকতে, শৃঙ্খল ভাঙা আলোর মতো।
আমি তানিয়া কামরুন নাহার—নারী লেখিকা,
কলমে লেখা, রঙে ছবি, পদচিহ্নে গল্পের গাঁথা।
------------------------------সূত্র অনলাইন


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।