সুনামধন্য অধ্যক্ষ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সুনামধন্য অধ্যক্ষ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

মোঃ শফিকুল আলম ভূঞা, কিরণ নামে পরিচিত,
পিতাঃ মোঃ আব্দুস ছালাম ভূঞা, মাতাঃ ফরিদা বেগম,
গ্রামঃ ভাকোয়াদী, পোস্ট অফিসঃ তিলসুনিয়া,
উপজেলাঃ কাপাসিয়া, জেলাঃ গাজীপুর।

শিক্ষার আলোয় আলোকিত জীবন,
এস.এস.সি (বিজ্ঞান-১৯৮০) মণিপুর হাই স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা থেকে অর্জিত,
এইচ.এস.সি (বিজ্ঞান-১৯৮২) সরকারি তিতুমীর কলেজে সমাপ্ত,
বি.এ (অনার্স-১৯৮৬) ও এম.এ (বাংলা-১৯৮৭) জগন্নাথ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

পেশায় দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়, দক্ষিণ কেরাণিগঞ্জ, ঢাকা-এ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন।
রক্তের গ্রুপঃ ও+।

পরিবারে সুখ ও স্নেহের বন্ধন,
স্ত্রীঃ নুরূন নাহার শরীফ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে কর্মকর্তা,
পুত্রঃ মোঃ আবীর আলম ভূঞা, বেসরকারী চাকরিজীবী,
পুত্রবধূঃ আরমিন হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে কর্মরত।

প্রত্যাশা—
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাপাসিয়া উপজেলা বাংলাদেশের মডেল উপজেলা হোক,
শান্তি, প্রগতি ও সবুজে ভরা হোক,
এবং উপজেলার প্রতিটি মানুষ হোক বাংলাদেশের আদর্শ।

শান্ত নদী বয়ে চলুক নিঃশব্দে,
সবুজ বাগান হাসুক রোদে-ছায়ায়,
শিশু-কিশোর গড়ুক জ্ঞানের আলোয়,
কাপাসিয়া হোক গর্বের নাম দেশে-বিদেশে।
------------------------------------সূত্র অনলাইন


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।