অধ্যক্ষ নার্সিং কলেজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অধ্যক্ষ নার্সিং কলেজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

গাজীপুর জেলার কাপাসিয়ার প্রাণভূমি,
পাঁচুয়া গ্রামে জন্ম তাঁর, মাটির গন্ধে ভূমি।
মোঃ সফিকুল ইসলাম—প্রাণে দীপ্ত আলো,
সেবার স্বপ্নে গড়া তাঁর জীবনভালো।

পাঁচুয়ার ঠিকানা বুকে, পোঃ পাঁচুয়ার টানে,
উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুরের গানে।
নার্সিং ডিপ্লোমা সিলেট নার্সিং কলেজে প্রথম ধরা,
জ্ঞানের পথে অটল শপথ, আলোরই ধারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবে, বিএসসি নার্সিং ডিগ্রি,
স্বপ্ন হয়ে জাগল বুকে, সেবারই মহিমা জাগি।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে, এমপিএইচের জয়,
জনস্বাস্থ্যের দীপ্ত সোপান ছড়ায় আলোর রায়।

আজ তিনি অধ্যক্ষ হয়ে দাঁড়ান প্রেরণার প্রতীক,
সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজে অনিক।
কাপাসিয়ার গর্ব তিনি, গৌরবের অনুরণন,
শিক্ষার্থীর প্রাণে তিনি সেবার অমল গান।

নার্সিং মানে মানবতা, নার্সিং মানে আশা,
তাঁর হাতে গড়ে ওঠে স্বপ্নের ভাষা।
সেবার মহিমায় তিনি এক দীপ্ত অধ্যায়,
বাংলার ইতিহাসে তাঁর নাম শ্রদ্ধায় শোভায়।
----------------------------------সূত্র অনলাইন


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।