সাত দীপের আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সাত দীপের আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
পরম শ্রদ্ধেয় শিক্ষক, কাপাসিয়ার গর্ব,
বরেণ্য ব্যক্তিত্ব, শিক্ষকবিদ মহৎ রূপ।
অধ্যক্ষ কাজী এম এ কাদের আজ নেই,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—
তাঁর মহাপ্রস্থানে কাঁদে শিক্ষা ভুবন।
অদ্য শুক্রবার, ০১ এপ্রিল ২০২২,
বেলা সাড়ে ১১টায় ঢাকায় নিভে গেল জীবন দীপ।
পঁচানব্বই বছরের মহীরুহ যিনি,
তবু তাঁর কর্মে রবে চিরকালীন ধ্বনি।
বহুমুখী প্রতিভার অধিকারী সেই মহামানব,
শিক্ষার মশাল হাতে গড়েছেন ভবিষ্যতের পথ।
সাতটি কলেজ তাঁর কীর্তির নিদর্শন,
যেন সাত দীপশিখা, সাত আলোকরশ্মি অম্লান—
১. খিরাটির বুকে বঙ্গতাজ কলেজ দীপ্ত,
২. জামালপুর কলেজ, কালিগঞ্জে লিখেছে ইতিহাস অদ্বিতীয়।
৩. পলাশ শিল্পাঞ্চল কলেজ, নরসিংদীর প্রাণ,
৪. কেরানীগঞ্জ মহিলা কলেজ— নারীর অগ্রযাত্রার গান।
৫. শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ, ঢাকার বুকে,
৬. মতিঝিল শহিদ স্মরণিকা কলেজ— শহিদের স্বপ্নে অনুরণিত সুখে।
৭. আর ইস্পাহানি কলেজ, ঢাকায় গড়া কীর্তি মহান,
শিক্ষার অঙ্গনে রেখে গেছে তাঁর স্থায়ী দান।
আজ তিনি নেই, তবু তিনি আছেন,
প্রতিটি শ্রেণিকক্ষে, প্রতিটি শিক্ষার্থীর মনে।
তাঁর প্রতিষ্ঠিত সাতটি আলোর শিখা,
জ্বলবে চিরকাল জ্ঞানের দীপ জ্বেলে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা,
হে পরম করুণাময়,
তাঁকে দাও জান্নাতুল ফেরদৌসের চির আশ্রয়।
আমরা নত, আমরা কৃতজ্ঞ,
একজন প্রতিষ্ঠাতা মহাপুরুষের প্রতি—
যিনি জীবন দিয়ে শিক্ষা-আলোকের বিজয় লিখেছেন।
-----------------------------------------সূত্র- অনলাইন।
২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।