আরবি প্রভাষক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আরবি প্রভাষক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
ছোটসোনারুয়া গ্রাম, ভাওয়াল চাঁদপুর পোস্ট,
কাপাসিয়ার মাটিতে গৌরবের কণ্ঠভোষ।
পিতা ফায়জুল কবীর, অধ্যক্ষ মহীয়ান,
কামড়া মাশক ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রাণ।
দাখিল সমাপ্তি ১৯৯৯ সালে,
আলিম কৃতিত্ব ২০০২ আলোয় ভরে কালে।
ফাজিলের শিখর ২০০৪ দীপ্তিময়,
কামড়া মাশক ফাজিল মাদ্রাসায় শিক্ষার অশেষ জয়।
কামিলে কৃতিত্ব ২০০৬ সালে,
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় জ্ঞানের আলো ছড়ালে।
বি.এ (অনার্স) অর্জন ২০০৭ সালে,
এম.এ ইসলামিক স্টাডিজ ২০০৮ সালে,
টঙ্গী সরকারি কলেজে অল ফার্স্ট ক্লাসে জ্ঞান প্রদীপ জ্বলে।
পেশায় শিক্ষকতা, হৃদয়ে আলোর গান,
আরবি প্রভাষক রাউৎকোনা ফাজিল মাদ্রাসায় মহান।
সাবেক সহকারী শিক্ষক চুপাইর উচ্চ বিদ্যালয়,
কালীগঞ্জ, গাজীপুরে শিক্ষার দীপ্তি ছড়ালেন।
সাবেক শিক্ষক সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ,
টঙ্গীতে জ্ঞানের বাতি জ্বেলে শিক্ষার ভুমি।
তিনি মামুনুর রশীদ, জ্ঞানের বাতিঘর,
অধ্যবসায়ের আলোয় উদ্ভাসিত ঘর।
কাপাসিয়ার গর্ব, শিক্ষক সমাজের দীপ,
আরবি ভাষায় তিনি জ্ঞানের অমলিন নীড়।
-----------------------------------সূত্র অনলাইন
২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।