ভাষা তত্ত্বের দিবাকর
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভাষা তত্ত্বের দিবাকর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

স্তবক ১ – শৈশব ও পরিবার
******************************
কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের পলাশপুর গ্রামে জন্ম,
জামিনা খাতুনের স্নেহে মন উজ্জ্বল।
পিতার আশীর্বাদে পথচলা শুরু,
মুহাম্মদ রমিজ উদ্দিনের ছায়ায় বেড়ে ওঠা।
ছোটবেলার খেলা, পাঠের আনন্দ,
শৈশবের দিন গুনে কেটে যায় ধীরে ধীরে।
প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস, প্রাক-মাধ্যমিকের পাঠ,
জ্ঞানার্জনের অঙ্গনে তৈরি হয় জীবনের ভিত্তি।

স্তবক ২ – শিক্ষাজীবন ও মিশর
***************************************
ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিকের আলো,
মাধ্যমিকের কৃতিত্বে গর্বে ভরা মন।
ছয়জন সরকারি বৃত্তি পেয়ে যাত্রা মিশরে,
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে দশ বছর শিক্ষা।
কায়রোর বাতাসে আরবী ও ইংরেজি ভাষা শিখে,
সাহিত্য ও সমালোচনার আলোকে আঁকে মন।
বিদ্যার পথে ধৈর্য, পরিশ্রম, নিষ্ঠা,
নবীন দিগন্তে দীপ্তি ছড়ায় প্রতিটি পদক্ষেপে।

স্তবক ৩ – উচ্চশিক্ষা ও গবেষণা
***********************************
আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্মান,
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমএ।
পিএইচডি কোর্সওয়ার্ক সম্পন্ন, ইংরেজি কবিতায় দক্ষ,
গবেষণা ও সাহিত্যিক চিন্তা মিলিয়ে গড়ে ওঠা।
আধুনিক কবিতা, সমালোচনা, ধ্বনিবিজ্ঞান,
ভাষা ও সাহিত্যিক তত্ত্বে আগ্রহী মন।
প্রবন্ধ ও প্রকাশনা–“Easy Steps to Phonetics”,
বিজ্ঞান ও সৃজনশীলতার মিলন ঘটায় সাহিত্যপটে।

স্তবক ৪ – কর্মজীবন ও শিক্ষাদান
*****************************************
IUBAT-এ অ্যাসোসিয়েট প্রফেসর,
সহকারী অধ্যাপক ও ক্লাস টিচার হিসেবে পথচলা।
ছাত্রদের পরামর্শদাতা, কোর্স উন্নয়ন কমিটির অংশ,
ফ্যাকাল্টি উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ।
পাবলিক স্পিকিং, সাহিত্য পাঠ, ইংরেজি প্রফিশিয়েন্সি,
শিক্ষার্থীর মননে জ্ঞান ও অনুপ্রেরণার আলো জ্বেলে।
প্রশিক্ষণ ও কর্মশালার অভিজ্ঞতা বহুমুখী,
ভাষা তত্ত্বের দীপ্তি হয়ে জীবনের পথে চলা।

স্তবক ৫ – পুরস্কার ও স্বীকৃতি
**************************************
আল-আজহার বিশ্ববিদ্যালয় বৃত্তি, মিশর,
আন্তর্জাতিক এঞ্জেল অ্যাসোসিয়েশন বৃত্তি, জাপান।
বাংলাদেশ সরকারী বৃত্তি, এসএসসি ও এইচএসসি,
স্বীকৃতি ও সম্মান জ্ঞান, শ্রম ও নিষ্ঠার ফল।
ব্রিটিশ কাউন্সিল, সৌদি আরব, কায়রো প্রতিযোগিতা,
সাফল্য ও অর্জন দেখায় প্রতিভার পরিচয়।
ভাষা, সাহিত্য, শিক্ষা–সব মিলিয়ে দীপ্তি,
ছাত্র, পাঠক, সহকর্মীর হৃদয়ে আলো জ্বেলে।

স্তবক ৬ – অবদান ও প্রেরণা
*******************************************
রেফারেন্সে প্রফেসর ও সচিবের সাক্ষ্য,
শিক্ষা ও আদর্শের অনন্য প্রমাণ বহন করে।
ছাত্রদের কাছে আলোর দিশা,
ভাষা তত্ত্বের দীপ্তি হয়ে প্রতিটি পাঠে।
জীবনের অর্জন, সাহিত্য ও গবেষণার পরিচয়,
প্রেম, নিষ্ঠা, পরিশ্রম–মিলে গড়ে ওঠা দিকপথ।
আজও তিনি দাঁড়ান শিক্ষার মঞ্চে,
ভাষা তত্ত্বের দিবাকর হয়ে, অনন্তকাল জ্বলে।

সমাপনী স্তবক – কৃতজ্ঞতা ও দীপ্তি
*************************************
ভাষা ও সাহিত্য, শিক্ষার মঞ্চে আলোকবর্তিকা,
ছাত্র, সহকর্মী, পাঠকের হৃদয়ে আলো ছড়ায়।
গবেষণা, সাহিত্য, সৃষ্টি ও পরিশ্রমের মিলন,
মুহাম্মদ সাকর মাহমুদ মোল্লাহর নাম উজ্জ্বল।
প্রজ্ঞা ও নিষ্ঠায় যিনি পথ দেখান সবার জন্য,
জ্ঞানচর্চায় হয়ে উঠেছেন অনন্য প্রেরণা।
আজও তিনি দাঁড়ান দীপ্তিময় এক দিগন্তে,
ভাষা তত্ত্বের দিবাকর হয়ে, অনন্তকাল জ্বলে।
--------------------------------------------------


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।