ওয়ারেন্ট অফিসার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওয়ারেন্ট অফিসার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

নাম ওয়াসিম আকরাম, জন্ম রাওনাট গ্রামে,
পিতার নাম মোঃ হাবিব উল্লাহ, ছায়া তার নামে।
পোঃ রাওনাট, ইউনিয়ন দূর্গাপুর, শিকড়ের ঠিকানা,
শৈশব–কিশোরী এই মাঠে, বেড়ে ওঠা সাহসের মানা।

এসএসসি ২০০৪, রাওনাট হাইস্কুলে পাথেয় জাগে,
এইচএসসি ২০০৬, ঢাকা কলেজে জ্ঞান সে ভাঙে।
অনার্স ২০১১, মাস্টার্স ২০১২—প্রথম শ্রেণিতে দীপ্তি,
IER, University of Dhaka-তে জ্বলে স্বপ্নের সৃষ্টি।

হল–সূর্যসেন, ঢাবি, স্মৃতিতে অমলিন চিহ্ন,
শিক্ষা ও সংগ্রামে মিলল বীরত্বের গভীর নিখুঁঁজ বিন।
মিলিটারী ডিফেন্স স্টাডিজ, Army Institute of Education & Administration-এ জ্ঞান,
শৃঙ্খলা, কৌশল, নেতৃত্ব—প্রতিটি পাঠে দৃঢ় প্রমাণ।

বিবাহিত জীবন, স্পাউস শারমিন রিমা, জীবনের আলো,
এক সন্তান—আনন্দের ফুল, ভবিষ্যতের ভালো।
ওয়ারেন্ট অফিসার বর্তমান, যশোর ক্যান্টনমেন্টে সেবা,
আর্মি এডুকেশন কোরে, দায়িত্ব পালনে দৃঢ় প্রেরণা।

বিদ্রোহী নজরুলী ছন্দে জ্বলে তার নাম,
শিক্ষা, পরিবার, কর্ম—সবই অমলিন ধ্বনিতে রাম।
নেতৃত্বে অনন্য, কৌশলে দৃঢ়, প্রেরণায় উদ্ভাসিত,
ওয়ারেন্ট অফিসার ওয়াসিম আকরাম, দেশের জন্য অমরিত।
--------------------------------------------সূত্র অনলাইন


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।