লে: কর্ণেল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

লে: কর্ণেল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

নামঃ গোলাম কিবরিয়া, বীরত্বের শিখা জ্বলে,
দেশের জন্য ত্যাগ, সাহসের দীপ্তি ঝরে।
এসএসসি: ইকুরিয়া উচ্চ বিদ্যালয়, ১৯৯৬ সালে,
জ্ঞান ও তেজে সমৃদ্ধ, রণক্ষেত্রে অমল ছলে।

এইচএসসি: কাপাসিয়া ডিগ্রী কলেজে অর্জিত জ্ঞানের আলো,
স্নাতক: বাংলাদেশ মিলিটারি একাডেমি, ৪৬তম কোর্সে দেশপ্রেমের খোঁলো।
স্নাতকোত্তর: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস,
বিদ্যা ও বীরত্বে ভরা, সাহসের অমর প্রণয়ালস।

পেশা: সামরিক অফিসার, শৃঙ্খলিত, দৃঢ় পদক্ষেপে,
বর্তমান অধিনায়ক, বর্ডার গার্ড বাংলাদেশে রণমঞ্চে।
পদবী: লে: কর্ণেল, রণসঙ্গীতের তূর্য প্রতিধ্বনি বাজায়,
শত্রু দমায়, স্বাধীনতার পতাকা উঁচু মহাকাব্য সাজায়।

রণক্ষেত্রে অদম্য, শান্তিতে রক্ষক, দেশের প্রহরী,
রক্ত, ঘাম, ত্যাগে ভরা, বীরত্বের মহাকাব্য জাগী।
লে: কর্ণেল গোলাম কিবরিয়া, রণসঙ্গীতের প্রতীক,
দেশপ্রেমে অদম্য, বীরত্বে অমর, জাতির গর্বের তীর।
----------------------------- সূত্র অনলাইন


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।