ওয়ারেন্ট অফিসার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওয়ারেন্ট অফিসার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

মোহাম্মদ আমিনুল ইসলাম, রণতেজের অমলিন দীপ্তি,
পিতাঃ মোহাম্মদ আলী, মাতাঃ চাঁন বানু, সাহসের ছায়া স্পষ্টি।
নামিলা গ্রামে জন্ম, সিংহশ্রীর মাটিতে বেড়ে উঠা,
কপালেশ্বর উচ্চ বিদ্যালয় (১৯৯৫, বিজ্ঞান), শিক্ষার দীপ্তি ঝরা।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ (১৯৯৭, বিজ্ঞান),
জ্ঞানভরা মনোবল, অটল সাহসের নিদর্শন।
বিএসএস: খোলাহাটি ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর (২০১৫),
বিদ্যা অর্জন করে জীবন গড়ল, দেশপ্রেমে দীপ্তি বিস্তার।

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান, গর্বের পদক্ষেপ,
পদবী: ওয়ারেন্ট অফিসার, সাহসের দীপ্তি, রণতেজ স্বরূপ।
বর্তমান অবস্থান রাঙামাটির পাহাড়ি প্রান্তে,
দায়িত্বে অনন্য, দেশপ্রেমে অমলিন প্রান্তরে।

রক্তের গ্রুপঃ এ + (পজেটিভ), শক্তির প্রতীক ধারন করে,
বিবাহিত, সংসারে সুখী, দুই পুত্র, এক কন্যা দান করে।
পরিবারের স্নেহ ও দায়িত্বে, দেশপ্রেমের সিংহাসন স্থাপন,
প্রতিটি রণক্ষেত্রে, বীর্যের দীপ্তিতে চিরজাগরণ।

ওয়ারেন্ট অফিসার, রণতূর্যে, রণবীর্যে, অদম্য প্রতিভা,
শত্রুর ভয় কাঁপায়, সাহসের তেজে উজ্জ্বল তীর্থপথ।
পাহাড়ি বাতাসে বাজে তার নাম, নদীর ঢেউয়ে প্রতিধ্বনি,
দেশপ্রেম, বীরত্ব, পরিবার, দায়িত্বে অমলিন প্রতিভা গর্জন।

সেনাপতি, পিতা, সন্তান, বন্ধু, সমাজসেবক একসাথে,
প্রত্যেক ভূমিকায় প্রখর দীপ্তি, অমলিন রণতেজের সঙ্গে।
মোহাম্মদ আমিনুল ইসলাম – সাহসের প্রতীক, বীর্যের দীপ্তি,
ওয়ারেন্ট অফিসার, রণতূর্যে, রণবীর্যে – দেশপ্রেমে অমলিন ছন্দমুক্তি।
-----------------------সূত্র অনলাইন


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।