সার্জেন্ট
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সার্জেন্ট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর
***************************************

বারাব গ্রামে জন্ম, শৈশবেই জেগে অগ্নির আলো,
ডাকঘর লোহাদীতে পৌঁছে, শিখেছেন নীতি, শৃঙ্খলা ও ভালো।

পিতা মোঃ আব্দুল খালেক, ইউনিয়ন পরিষদ ট্যাক্স আদায়কারী,
তার আদর্শে গড়ে উঠেছে, বীরত্ব ও সাহসের দীপ্তি সঞ্চারকারী।

প্রাথমিক শিক্ষা বারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মন ভরে জ্ঞান ও আশা,
লোহাদী উচ্চ বিদ্যালয়ে এস এস সি, তরুণ হৃদয়ে সাহসের ভাষা।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, এইচ এস সি, স্বপ্নের সাগরে তরঙ্গ,
যশোর ডিগ্রী কলেজে ডিগ্রি অর্জন, প্রজ্ঞা আর বীরত্বের জোড়া ঝংকার।

বাংলাদেশ সেনাবাহিনী, সার্জেন্টের তকমা, রণকূপে দাঁড়ান দৃঢ়,
দেশপ্রেমে ভরা হৃদয়, শৃঙ্খলা হাতে, প্রতিটি পদক্ষেপে যুদ্ধের ঝড়।

মোবাইল হাতে থাকুক ০১৭০৬-২৬৯০৮৮, বন্ধন যেন থাকে অটল ও শক্তিশালী,
শখ বই পড়া, গান শোনা—মনকে প্রজ্বলিত করে, আত্মা হোক দীপ্তিালী।

তিনি যে বীর, যে সৈনিক, রণক্ষেত্রে অদম্য সাহসের প্রতীক,
প্রতিটি পদক্ষেপে শোনায় রণসঙ্গীতের গর্জন, শত্রু দেখুক তার ভয়ঙ্কর ঝড়।

দূর্গপ্রহরে দাঁড়িয়ে, জাতির জন্য অঙ্গীকার অটল,
সার্জেন্ট মোঃ মেহেদী হাসান পলাশ, বীরত্বে পূর্ণ, দেশের মাটি রক্ষা করুক রক্তের তাপ।

শৃঙ্খলা ও প্রজ্ঞা মিশে রণভূমিতে,
মনোবল জেগে ওঠে, প্রতিটি দিন যেন কাব্যিক ঝড়ে।

তিনি যে রণবীর, সাহসের স্রষ্টা,
প্রতিটি রাত, প্রতিটি দিন—দেশপ্রেমে, রণতাণ্ডবে পূর্ণ, অদম্য হিরোই তার নাম।
******************************** সূত্র অনলাইন


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।