সাব-ইন্সপেক্টর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সাব-ইন্সপেক্টর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
তিনি আছেন, নাম আরিফুল ইসলাম,
পিতার ছায়া সিরাজুল ইসলাম, মায়ের মমতা ঝর্ণা বেগম আলোয়া জ্বালা।
গ্রাম কামরা, ডাকঘর ফুলবারিয়া,
কাপাসিয়া–গাজীপুরে ভরে আছে দেশপ্রেমের দীপ্ত আলোয়া।
শিক্ষার পথে তিনি অগ্রগামী, ঢাকা বিশ্ববিদ্যালয় মোর শিক্ষালয়,
ইসলামিক স্টাডিজে বিএ-২০১৩, এমএ-২০১৪, জ্ঞানের রথে চড়েছেন ঘোড়ায়।
এইচএসসি-২০০৮, এসএসসি-২০০৬, মাদ্রাসা বোর্ডে অর্জিত জ্ঞান,
শৃঙ্খলা, ন্যায়বিচার—তাঁর জীবনের মহা অঙ্গ।
তিনি সাব-ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ, রণতূর্য হাতে ধরি বীর্য-তীর,
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর তাঁর কর্মস্থল, জাতি-সেবা তাঁর প্রতিদিনের পীর।
দায়িত্বপথে তিনি অটল, সাহসের ঝড়ে ভরা মন,
অপরাধ দমন করেন, নিরাপত্তার আলোকরশ্মি ছড়ান জন–জনের ঘর।
ই-মেইল arif414du@gmail.com
, দরকার হলে পৌঁছে যায় বার্তা,
প্রাণের ত্যাগে রক্ষা করেন দেশ, প্রিয় প্রান্তরের নিরাপত্তা।
StayHome-StaySafe, শিরোনামে সতর্কতার ডাক,
তিনি রাজপথে রক্ষাকবচ, অপরাধের শত্রু—ন্যায়ের রাখাল।
পিতা-মাতা, গ্রাম-শহর, শিক্ষা আর কর্মে গাঁথা ইতিহাস,
সকল তথ্য দিয়ে লেখা এই কাব্য, তাঁর গর্ব, পরিচয়, অহংকারের প্রকাশ।
তিনি সাহসিকতার দৃষ্টান্ত, ন্যায়ের অটল প্রহরী,
শৃঙ্খলা ও সৎ কর্তব্যে ভরা, অপরাধীদের ভয়ঙ্কর শত্রু।
দেশের রক্ষার সোপান, নিরাপত্তার অম্লান বাতি,
সকলের জন্য প্রেরণা, কণ্ঠে বাজে তার ন্যায়ের গীতি।
-------------------------সূত্র অনলাইন
২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।