ডাক্তার (SACMO)
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ডাক্তার (SACMO)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

মাহবুব আলম জালাল, নাম যার গর্বের আলো,
পিতা মৃত আব্দুর রশিদ, স্মৃতির মাঝে আছে হালো।
মাতা মৃত মোসা: ফাতেমা, মমতার সাগর ভরা,
ওয়াইফ মোমেনা খানম SACMO, দূর্গাপুর ইউনিয়নে ধরা।

দুই মেয়ে এম বি বি এস ডাক্তার, স্বপ্নের সোনার ছায়া,
গ্রাম বাড়ৈগাঁও, পোস্ট রাণীগঞ্জ, থানা কাপাসিয়ার মায়া।
জেলা গাজীপুর, শিক্ষা তার ধ্রুবতারার মতো,
এসএসসি ১৯৭২, তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ বিদ্যালয় কথা বলে যতো।

এইচএসসি ১৯৭৫, কাপাসিয়া ডিগ্রী কলেজে চির আলো জ্বলে,
অনার্স ইন এপ্লাইড ফিজিক্স ৭৫-৭৮, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান তার ভাসে।
ডিপ্লোমা ইন এগ্রিকালচার ৭৬-৭৭, তেজগাঁও কৃষি ইনস্টিটিউটে শিখেছে,
ডিপ্লোমা ইন মেডিসিন ও সার্জারি ৭৭-৮২, টাঙ্গাইল মেডিকেল ইন্সটিটিউটে দক্ষতা জগেছে।

চাকরি ১৯৮৩ থেকে ২০১৭, উপসহকারী মেডিকেল অফিসার পদে সেবা,
৩৪ বছর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় দেশপ্রেমের লহর বইছে গা-গায়ে।
এখন অবসর, কৃষিকাজে দিন কাটে, চেম্বার মেডিল্যাব ডায়াগনোস্টিক,
কাপাসিয়ায় মানুষের আশা, স্বাস্থ্যসেবায় ঝরে তার প্রতিফলিত।

মোবাইল ০১৭১৫৮১১১৬২, যোগাযোগ সহজ, পথ সুগম,
অবসর ডাক্তার SACMO, গর্বিত তার নাম চিরন্তন।
মাহবুব আলম জালাল, শিক্ষা, সেবা ও পরিবারে অনন্য,
ছন্দে ছন্দে জীবন তার, ইতিহাসে চিরকাল অমর চিহ্ন আঁকে।
---------------------------------সূত্র অনলাইন


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।