প্রশাসনিক কর্মকর্তা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রশাসনিক কর্মকর্তা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************
আল-মাসুদ এমরান প্রশাসনিক কর্মকর্তা, শৃঙ্খলা বুকে জাগাও প্রভাত।
পিতা মরহুম মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক মহিমায় গড়লেন আলোকমাত।
সাবেক প্রধান শিক্ষক কোহিনূর বিদ্যালয়, জ্ঞানের পতাকা রইল অবিরত।
মাতা সুলতানা রাজিয়া চৌধুরী, প্রজ্ঞায় দিলেন ভালোবাসার চিরন্তন অভিনত।
সিনিয়র শিক্ষক কোহিনূর কলেজে দীক্ষা ছড়ালেন, আলোকের পথে অবিচল।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানে দায়িত্বে তুমি দীপ্ত অদ্বিতল।
মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল কলেজে জাগাও জাতীয় সেবা, শপথ অটল।
ঢাকার সেনানিবাস প্রাঙ্গণে শৃঙ্খলার রণতূর্য বাজে হৃদয়ে অতল।
২০০৩ সালে এসএসসি কোহিনূর কলেজ তরগাঁও মাটির চিরন্তন আহ্বান।
কাপাসিয়া শিক্ষার বুকে শপথ, গড়লে নিজেকে জ্ঞানের জাহান।
২০০৫ সালে এইচএসসি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকায় জাগাও জ্ঞান।
তরুণ প্রেরণায় দীপ্ত হৃদয় গড়লে আগুন হয়ে উদ্দাম প্রাণ।
২০১০ ইংরেজি অনার্স স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের দীপ্ত আলোক।
২০১১ মাস্টার্স ডিগ্রিতে গড়লে প্রজ্ঞার শিখা, প্রমাণ করলে শক্তিবল।
২০১৫ সালে বি.এড জাতীয় বিশ্ববিদ্যালয় টিচার্স ট্রেইনিং কলেজে শিক্ষাবল।
শিক্ষকতা গড়লে মননে দীপ্ত, করো প্রজন্মকে জাগ্রত শক্তিশালী অতল।
২০১৮ সালে এম.এড শিক্ষা প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমূল্য অর্জন।
তুমি জাতির প্রহরী, স্বপ্নের পথে আনো সৃজনশীলতার দীপ্ত সৃজন।
বর্তমান ঠিকানা মিরপুর বারো, পল্লবীতে রাজধানীর বুকে অভিসার।
স্থায়ী ঠিকানা তরগাঁও কাপাসিয়া গাজীপুর মাটির টানে চিরন্তন অধিকার।
রক্তের গ্রুপ এ পজিটিভ, রণক্ষেত্রের মতো শপথে দীপ্ত বীরত্ব।
শখ বাইক ট্যুর, লং ড্রাইভ, সাঁতার, ভ্রমণ, ছড়াও অভিযাত্রার সত্য।
মাছ ধরা, গান শোনা, দেশ বিদেশের পথে অভিযানের ঝংকার।
অভিযাত্রী তুমি, বিজয়ের সিংহনাদ বাজাও দীপ্তিতে অগ্নির ধ্বনিকার।
এক পুত্রের পিতা তুমি—বয়স তিন বছর দুই মাসের আলো।
ভবিষ্যৎ সন্তানে রোপণ করো শিক্ষা, ন্যায়ের পথে রক্তের ভালো।
আল-মাসুদ এমরান—প্রশাসনিক কর্মকর্তা, জাতির শপথের দীপ্ত অস্ত্র।
শৃঙ্খলার পতাকা হাতে বাজাও সোনার বাংলাদেশের গৌরবের শক্তি।
--------------------------------------------------------
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।