প্রশাসনিক কর্মকর্তা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রশাসনিক কর্মকর্তা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
******************************************
পিতাঃ মরহুম মমতাজ উদ্দিন আহমেদ, বি.এস.সি মহান গুরু।
সাবেক প্রধান শিক্ষক, কোহিনূর বালক উচ্চ বিদ্যালয়ের প্রজ্জ্বল শিখা।
মাতাঃ সুলতানা রাজিয়া চৌধুরী, শিক্ষার আলোকবর্তিকা চির দীপ্তিময়ী।
সিনিয়র শিক্ষক, কোহিনূর হাই স্কুল ও কলেজ আলোকদাত্রী।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত দৃপ্ত তুমি।
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রশাসনিক কর্মকর্তা।
শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলার দীপ জ্বেলে জাতি গঠনে দীপ্ত যোদ্ধা।
অক্লান্ত প্রচেষ্টায় তুমি গড়ছ প্রজন্ম—ভবিষ্যতের আলোকিত সৈনিক।
২০০৩ সালে এসএসসি করেছ কোহিনূর হাই স্কুল কলেজ।
তরগাঁও, কাপাসিয়ার মাটিতে স্বপ্নের আলোয় তোমার শিক্ষার শুরু।
২০০৫ সালে এইচএসসি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ যাত্রাবাড়ি, ঢাকা।
স্বপ্নজয়ের পথে অদম্য যোদ্ধা তুমি, দীপ্ত অগ্নিশিখা।
২০১০ সালে ইংরেজিতে অনার্স, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে।
২০১১ সালে একই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছ।
২০১৫ সালে বি.এড করেছ বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ ডিগ্রি তোমার শিক্ষার বল।
২০১৮ সালে এম.এড করেছ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনে।
অদম্য শক্তিতে দাঁড়িয়েছ জাতির রণতূর্যের শিক্ষানায়ক হয়ে।
বর্তমান ঠিকানা—মিরপুর ১২, পল্লবী, রাজধানী ঢাকার বুকে।
স্থায়ী ঠিকানা—তরগাঁও, কাপাসিয়া, গাজীপুর—পিতৃভূমির মহিমা।
রক্তের গ্রুপ এ পজিটিভ—যেন অগ্নিশিখা যুদ্ধের প্রতীক।
শখ তোমার বাইক ট্যুর, লং ড্রাইভ, সাঁতার, অভিযানের পথ।
মাছ ধরা, গান শোনা, দেশ বিদেশ ভ্রমণে দীপ্ত যোদ্ধা।
অভিযাত্রী হৃদয় জাগাও তুমি—নির্ভীক অগ্নিশপথের অগ্নিদূত।
তুমি এক পুত্রের পিতা—বয়স তিন বছর দুই মাস।
ভবিষ্যতের সিংহনাদ, সন্তানে রক্তে দীক্ষা দেশপ্রেমের তীব্র।
প্রশাসনিক কর্মকর্তা আল-মাসুদ এমরান—তুমি জাতির অগ্নিসংগীত।
শিক্ষার তূর্যে বাজাও সিংহনাদ—বিদ্রোহের বজ্র, বিজয়ের জোয়ার।
---------------------------------------- সুত্র অনলাইন
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।