ভাষাবিদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভাষাবিদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************
মোঃ শফিউজ্জামান সরকার, গুণে ভরা নামের রাশি,
পিতা মোঃ সামসুল হক সরকার, মা সাহারা খাতুনের তাশি।
পাচুঁয়া গ্রামে জন্ম, তেতুঁলিয়া বাজার পাশে ঘেরা,
পোঃ পাচুঁয়া হাজী বাজার, ইউনিয়ন টোকনয়ন, মন ভরে হেরা।
থানা কাপাসিয়া, গাজীপুর জেলার গর্বময় চিহ্ন,
প্রাইঃ স্কুল আড়ালিয়া, শিক্ষা জীবনের প্রথম দিগন্ত।
এসএসসি ও দাখিল ১৯৯০, দুই স্টার☆ মিলিত জ্ঞান,
এইচএসসি টঙ্গী সরকারি কলেজে ১৯৯২ স্টার☆ উজ্জ্বল প্রাণ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন,
পি,এইচ,ডি রাশিয়ার মস্কোতে, Peoples' University-এ সম্মান।
কর্মজীবনে ব্যাঙ্কে নিখুঁত, উজলী দিঘীপাড় ফার্মা কর্তৃত্ব,
খন্ডকালীন প্রভাষক ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজে সৃজনশীলত্ব।
গার্মেন্টস ও রেস্টুরেন্ট ব্যবসায় স্পেনে অর্জিত দীক্ষা,
বিবাহিত সোহানা সুলতানা (এমএস), কন্যা দুই সারা ও সাইরা শিখা।
ব্রিটিশ সিটিজেন পরিবার, লন্ডনে বসবাস সাফল্যের ছোঁয়া,
ভাষাবিদ-মোঃ শফিউজ্জামান, ১১ ভাষায় দক্ষতার ধারা পূর্ণতা।
বাংলা মাতৃভাষা, ইংরেজি ও স্পেনিশে চমকিত জ্ঞান,
হিন্দি, রাশিয়ানসহ ১১ ভাষার মধ্যে অনবদ্য ধ্যান।
যোগাযোগের জন্য ইমেলঃ safi.sarkar2009@gmail.com
,
মোবাইলঃ 0044-7448768287, সব তথ্য ঠিক, ছন্দে মিল।
---------------------------------------সূত্র অনলাইন
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।