নির্বাহী পরিচারক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নির্বাহী পরিচারক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
মোহাম্মদ মোজাম্মেল হক আকন্দের গল্প শোন,
বীর মুক্তিযোদ্ধা বাবা ইব্রাহিম আকন্দের ছায়া আছে তার ঘর-দরোজায়।
পুলিশ ইন্সপেক্টর ছিলেন অবসরপ্রাপ্ত, পি.পি.এম. পদকে সজ্জিত,
সোহাগপুর, সিংহশ্রী, কাপাসিয়া, গাজীপুর-১৭৪৩ ঠিকানায় বাস তার।
বাবার চাকুরির বদলিতে ছয়টি স্কুলে পড়েছেন তিনি,
শিশু মন আলোয় ভরা, প্রতিটি শ্রেণি নতুন স্বপ্ন দিত।
ময়মনসিংহের হাজি উসমান আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি অর্জন,
নাসিরাবাদ কলেজে এইচএসসি, জ্ঞানের খোরাকে জীবন হতো প্রসন্ন।
ভাওয়াল বদরে আলম গভঃ কলেজে বি.এস.এস.,
সমাজ কল্যাণে এম.এস.এস., ২০০০ সালে জ্ঞানের তরে পূর্ণ করলেন তিনি।
উচ্চতর পেশাগত ডিপ্লোমা আই বি এ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে,
জ্ঞান আর দক্ষতার আলোয় জীবন সাজান, চলেন অদম্য তরে।
২০০২ সাল থেকে প্রাইভেট কোম্পানিতে কর্মজীবন শুরু,
বর্তমানে Assign Realtor Ltd.-এ Executive Director দায়িত্বে।
বিবাহিত জীবনে এক মেয়ে, এক ছেলের বাবা তিনি,
পরিবারের আলোয়, ভালোবাসার ছোঁয়ায় হৃদয় ভরে ওঠে তার দিন।
কাপাসিয়ার নদী জলে, সবুজের সমারোহে কাটাবেন জীবনের শেষ দিন,
প্রকৃতির কোলে, আল্লাহর রহমতে শান্তি খুঁজবেন অন্তর-সিন।
জীবন হোক মানবিকতা আর সৎ পথের ন্যায়প্রদর্শন,
নির্বাহী পরিচারক তিনি, স্বপ্নে ভাসেন ভালোবাসার ভরা বরণ।
--------------------------------------------সূত্র অনলাইন
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।