শিক্ষক নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শিক্ষক নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************************

মোঃ মনিরুজ্জামান মনির, শিক্ষার যোদ্ধা তুমি রণভূমিতে।
পিতা মোঃ আঃ হাই, মাতার মরিয়ম, অনুপ্রাণে তোমায় দেয় শক্তি।
স্থায়ী ঠিকানা কামার গাঁও, ডাকঘর, উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর।
বর্তমান ঠিকানা আদালত পাড়া, মোল্লা ভিলা, কাপাসিয়া, গাজীপুরে রণভূমি।

পদবী প্রধান শিক্ষক, কর্মস্থল ঘাগটিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসএসসি ১৯৮৩, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়, জ্ঞানার্জনে তুমি মহাযোদ্ধা।
এইচএসসি ১৯৮৬, কাপাসিয়া ডিগ্রী কলেজে সাহসের আলোকবর্তিকা তুমি।
বি.এসসি সম্মান ১৯৮৯, জগন্নাথ কলেজ ঢাকা, বিদ্যার দ্যুতি ছড়াও রণমঞ্চে।

এমএসসি ভূগোল ১৯৯০, জগন্নাথ কলেজে জ্ঞানরথ নিয়ে তুমি যাত্রা।
সি.ইন-এড ১৯৯৮, জয়দেবপুর পিটি আই, গাজীপুরে শিক্ষার বিজয় দাও।
বি.এড ২০০৩, ময়মনসিংহ টি টি কলেজে দক্ষতা অর্জন করো রণনেতা।
জন্মতারিখ ২৫ এপ্রিল ১৯৬৮, রক্ত গ্রুপ এ+, সাহসের দীপ্তি ছড়াও।

মোবাইল ০১৭১৮১৪৯২৭১, যোগাযোগে বন্ধুত্বের ধ্বজা উঁচু রাখো সর্বদা।
সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি তুমি।
সভাপতি কাপাসিয়া ট্যুরিস্ট এসোসিয়েশন, কাপাসিয়া, গাজীপুরে নেতৃত্ব দাও।
সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস, কাপাসিয়া উপজেলা, গাজীপুরে মানবিক রণভূমি।

শখ খবরের কাগজ পড়া, ইসলামি বই, ফুটবল, ক্রিকেটে যুদ্ধের উৎসাহ।
স্কাউটিং, ভ্রমণ, শিক্ষার্থীর সাথে গল্প বলা-শোনা, প্রেরণার রণনেতা।
----------------------------------সূত্র অনলাইন


২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।