নবীন সূর্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নবীন সূর্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***************************************

তরগাঁও গ্রামের নবীন সূর্য Hasib Bin Saif–এর আলো,
পিতা Md. Saiful Islam–এর স্মৃতি হৃদয় ভরে রাখে ভালো।
মায়ের উম্মে সালমার আদর, মমতা জীবন সাজায় প্রতিদিন,
মাটির সঙ্গে মিশে বড় হয়ে ফসল প্রতি প্রেম ছড়ায়।

বিএসএমআরএউ থেকে এমএস অর্জন, অ্যাগ্রোনমিতে জ্ঞান উন্মোচিত,
ধান–গম–শস্যের খোঁজে গবেষণার পথ আলোকিত করে উজ্জ্বল।
বারি, জয়দেবপুরে Scientific Officer হিসেবে নিখুঁত কাজ করে,
ফসল যত্ন, মাটি পরিচর্যা, কৃষকের মুখে হাসি ফোটায়।

প্রতিটি পাতায় শিশির ঝরে, শীর্ষে হাসি খুঁজে পায় আলো,
নতুন প্রযুক্তি ফসল স্বপ্নে সাজায় ধীরে প্রভাত আলো।
Hasib Bin Saif অধ্যবসায়, দেশের কৃষির জন্য প্রদীপ উজ্জ্বল,
গবেষণার আঙ্গিক দিয়ে মাঠে স্বপ্ন জ্বলে চিরদিনে আলোকিত।

তরুণ কর্মকর্তা হৃদয় কৃষির প্রতি নিবেদিত প্রেমময়,
জ্ঞান–প্রয়াস মিশে ফসল, খামার, প্রকৃতি, সূর্য, বেলা।
মাটির সৌন্দর্য, শস্যের গন্ধ, জীবনের স্বপ্নে মিশে,
বাংলাদেশ কৃষি গবেষণার পথে তার নাম উজ্জ্বল থাকে চিরকাল।


সূর্যের রশ্মি আলোকিত করে গবেষণার পথের ধারা,
বাতাসের কোমল হাওয়া ফসল মাঝে হাসি আনে ধীরে।
বৃষ্টির বিন্দু স্বচ্ছ অমৃত, জীবন প্রভাত জাগায় আলো,
প্রকৃতি-মমতার মাঝে কাজ হয়ে যায় চিরন্তন আলো ছড়ায়।
--------------------------------------সূত্র অনলাইন


২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।