স্বার্থক ব্যাংকার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বার্থক ব্যাংকার
কলমেঃ মোঃ আমিনুল এহছান েমাল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*********************************************
মোঃ হুমায়ুন কবির, মৃত একেএম সিরাজ উদ্দিন মোল্লার সন্তান,
ফজিলতুননেছা মায়ের স্নেহে বড় হয়ে উঠেছেন তিনি।
গ্রাম ও উপজেলা চরখামের, ইউনিয়ন কড়িহাতা, কাপাসিয়া, গাজীপুরে জন্ম,
প্রাথমিক শিক্ষা চরখামের সরকারী প্রাইমারী স্কুলে গ্রহণ করেছেন।

এসএসসি ১৯৭৪ ইং কাপাসিয়া হাইস্কুল থেকে সমাপনি,
এইচএসসি ১৯৭৭ ইং সরকারী তিতুমির কলেজে উত্তীর্ণ,
বিএসসি ১৯৮০ ইং একই কলেজ থেকে অর্জিত করেছেন,
অগ্রণী ব্যাংক লিঃ থেকে প্রিঃঅঃ হিসেবে অবসর গ্রহণ করেছেন।

দুই মেয়ে এক ছেলে, সকলকে মানুষ করেছেন তিনি,
বড় মেয়ে বিবাহিত, জাপানে স্থায়ীভাবে বসবাস করছে।
ছেলে আর্কিটেক্ট, USA-তে পিএইচডি চলছে বর্তমানে,
ছোট মেয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছে পরিপূর্ণ মনোযোগে।

বর্তমান ঠিকানা ৪৩৭/৭ মানিকদী (নিজ বাড়ি),
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬, মোবাইল ০১৩০২৮৯৯৪২০।
ব্লাড গ্রুপ বি+ এবং জীবন স্নেহময় ও উদার,
সন্তানদের মানুষ করা ও পরিবারকে গড়ার মধ্যে সাফল্য।

হৃদয়ের তলে স্বার্থক ব্যাংকারের গল্প ধ্বনিত,
শ্রম, সততা, মমতা—সকলের মধ্যে দীপ জ্বলে উজ্জ্বল।
ব্যাংক জীবনের অর্জন শুধু নয়,
মানুষ গঠনের পথে নিজের চিহ্ন রেখেছেন তিনি।

পরিশ্রম ও ধৈর্য দিয়ে ছাপ রেখেছেন জীবনে,
সন্তানদের গুণী ও সৎ মানুষ করারে পূর্ণ চেষ্টা।
মমতার আলো ছড়িয়ে পরিবারে সুখ ও শান্তি,
সাফল্য ও মানবিকতার এক জীবন্ত দৃষ্টান্ত তিনি।
---------------------------------- সূত্র অনলাই


২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।