সংবাদ পাঠিকা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সংবাদ পাঠিকা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া, গাজীপুর
*****************************************

আফিফা জাহান আপি, হাসির আলোয় ভাসে প্রেমের নদীতে শান্তি,
রক্তের গ্রুপ B(+), হৃদয়ে জ্বলে স্বপ্নের মধুর আলোকরাশি।

প্রয়াত পিতা কাজিমউদ্দিন, স্মৃতির বাতাসে থাকে অমল স্নিগ্ধতা,
প্রয়াত মাতা দিলখুশ বেগম, ভালোবাসার ছোঁয়া ছড়ায় অন্তরেতে।

গ্রাম দিঘাবো, ফুলের সুবাসে ভরে হৃদয়ের নীরব ধারা,
পোস্ট কাপাসিয়া, আলোয় ঝলমল করে দিনরাত্রির প্রিয় খোঁজা।

বন গবেষণাগার হাই স্কুল-এ শিখেছি জ্ঞানের মধুর ছন্দ,
এস.এস.সি ২০০৮-এ লেখা পড়ার সঙ্গে জন্মেছে প্রেরণার বন্ধ।

নিউ মডেল ডিগ্রি কলেজ-এ এইচ.এস.সি-র স্বপ্নগুলো মেলেছে বাতাসে,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা-২০১৭-এ ইংরেজি অনার্স জ্ঞান ঝরে হৃদয়ে।

শপনধরা অ্যাসেটস ডেভেলপমেন্ট লিমিটেড-এ ক্রেডিট রিয়ালাইজেশন অফিসার হিসেবেই পথ খুঁজেছি,
চ্যানেল এস-এ সংবাদ পাঠিকা, মধুর কণ্ঠে সত্য ছড়ায় আলোয়।

আইকন হোম বিল্ডার্স-এ হেড অফ ক্রেডিট রিয়ালাইজেশন অফিসার দায়িত্বে গেছি ধীরে,
স্টে হোম, স্টে সেফ–সংবাদ পাঠিকার বার্তা ভরে প্রিয় হৃদয়ে স্পন্দনে।

সংবাদ পাঠিকার কণ্ঠে ভেসে আসে রূপকথার মতো প্রেমের আলো,
তথ্যের ঝর্ণা বয়ে চলে মধুর ছন্দে অচেনা দিগন্তের আলো।

প্রতিটি সকালে জাগে ভালোবাসার কোমল নীড়ে স্বপ্ন,
রাতের চাঁদ ছোঁয় তার কণ্ঠে নরম আলোয় প্রেমের বাণী।

হাসির ঝরনায় ভরে যায় মন উল্লসিত মধুরিতে,
আফিফা জাহান আপি, তোমার খবরের আলোয় ভরে প্রতিটি জীবন।
--------------------------------------------সূত্র অনলাইন


২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।