প্রজ্ঞাবান শিক্ষক নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রজ্ঞাবান শিক্ষক নেতা
কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
রাওনাট.কাপাসিয়া,গাজীপুর
*************************************************
মোঃ মহি উদ্দিন (নয়ন) — রায়েদের বীর সন্তান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীপ্ত মেধা, বাংলার অম্লান দান।
বুকের মাঝে বিদ্রোহী শিখা, চোখে অগ্নির ঝলক,
শিক্ষার মঞ্চে ঘোষিত হলো অন্যায়ের বিরুদ্ধে ডাক।
CODA ছেড়ে যাত্রা তাঁর আইডিয়াল স্কুলের প্রাঙ্গণে,
শিক্ষার মহাসমর শুরু হলো নতুন সুরের গানে।
চৌদ্দ বছরের অভিজ্ঞতায় জেনেছেন বঞ্চনার ইতিহাস,
অপমানের শিকল ভেঙে করেছেন প্রতিবাদের উচ্ছ্বাস।
হে নয়ন ভাই! আপনি ঝড়ের মতো তেজে বয়ে আসেন,
বজ্রকণ্ঠে উচ্চারণ করেন — “শিক্ষকের ন্যায্যতা চাই এখনই, আজই যেন!”
প্রকৃতির বজ্রধ্বনির মতো তীক্ষ্ণ, আবার নদীর মতো প্রবহমান,
ন্যায় আর প্রজ্ঞার মশাল হাতে আপনি অবিচল, অবিনাশমান।
স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে নেতৃত্বের সেই জয়ধ্বনি,
সাধারণ সম্পাদক থেকে আজ শিক্ষক সমাজে দীপ্ত বাণী।
৭০০ শিক্ষকের আস্থা পেয়ে আপনি উঠেছেন অগ্নিশিখায়,
শিক্ষক নেতার পতাকা উড়ছে গৌরবের মহাকাশে মহিমায়।
আপনি শুধু শিক্ষক নন, আপনি আগুনের প্রদীপ,
অন্যায়ের শৃঙ্খল ভেঙে আনবেন নব দিনের সোনালি রূপ।
নেতৃত্ব মানে সংগ্রাম, আত্মত্যাগ আর জাগরণের ডাক,
আপনার কণ্ঠে সেই বজ্রনিনাদ—“ন্যায়ের পথেই এগোবো, রাখব প্রতিজ্ঞার রাখ।”
অভিনন্দন নয়ন ভাই, শিক্ষক সমাজের বিদ্রোহী নেতা,
প্রজ্ঞা, সাহস, সংগ্রামে হোন অনন্ত দীপ্ত জ্যোতি-দাতা।
আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা রাখুক আপনাকে অমর,
শিক্ষার অগ্নিপথে থাকুন আপনি চির সংগ্রামী অগ্রগামী দিশারী ঘোর।
-----------------------------------সূত্র অনলাই
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।