জীবনের আলোর পথিক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জীবনের আলোর পথিক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
ডঃ মোহাম্মদ শাহজাহান সরকার,
লোহাদী, কাপাসিয়া, গাজীপুরের গর্ব ভাসমান।
শিক্ষার জ্যোতি ছড়িয়ে দিগন্তের আঙিনায়,
এসএসসি–আমরাইদ ইয়াকুব আলী সিকদার হাই স্কুলে ১৯৯৪–এ দীপ জ্বলে হায়!
নটরডেম কলেজে ১৯৯৬–এর সকাল বেলা,
জ্ঞান–প্রেমের তরী ভাসিয়ে যায় দিগন্তের খেলা।
সির সালিমুল্লাহ মেডিকেল কলেজে ২০০২–এর শিখায়,
চিকিৎসা–জগতে উজ্জ্বল দীপশিখা জ্বলে অম্লান হয়ে যায়।
বিজ্ঞানীর দৃঢ়তা, মানবতার কোমল ছোঁয়া,
২০১৫–এ FCPS–এর ছাপ, ২০১৭–এ MS–এর সোনা।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ENT–এ প্রভাষক তিনি,
দেশপ্রেমের আলোয় ভাসমান, সততার কণ্ঠস্বর ঝিনুকের মতো স্নিগ্ধ।
দুই পুত্র, এক কন্যা–পরিবারের সুখের মাধুরী,
প্রকৃতির কোলাহলে, নদী–পাহাড়ের মৃদু সঙ্গী।
সাহিত্যের রূপক, বিজ্ঞান–প্রেমের মিশ্র আলো,
মানবতার গান গায় হৃদয়ে, দেশপ্রেমে করে মধুর ভালো।
ফুলের গন্ধে, পাখির সুরে,
চাঁদের আলোয়, সূর্যের কিরণে ভরে।
ডঃ শাহজাহান সরকার–জীবনের আলোর পথিক,
অম্লান দীপশিখা, অনন্তের রঙে রচিত, হৃদয়–চেতনায় অমর, অমলিক।
------------------------------------- সূত্র অনলাইন।
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।