জীববিজ্ঞানের আলোকবর্তিকা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জীববিজ্ঞানের আলোকবর্তিকা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************

Kashera গ্রামে জন্ম, প্রাকৃতিক আঁচলে বেড়ে ওঠা,
Dumdia ডাকঘরে শৈশব, স্মৃতির মধুর রেশা খোঁজা।
Kapasia থানার গৌরব, শিক্ষা জ্ঞানের আলোয় ভরা,
Toke Ranendra High School-এ SSC ১৯৮৩-এ প্রথম ধারা।

Bhawal Badre Alam Govt. College-এ HSC ১৯৮৫-এ প্রাপ্তি,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে Zoology-এর B.Sc ১৯৮৮-এ অর্জিতি।
M.Sc ১৯৮৯-এ, Zoology-তে মেধার দীপ্তি জ্বলে,
প্রকৃতির রহস্য, জীবনের ছন্দে অন্তর মিলে।

Jagannath University, Dhaka-তে Professor, দায়িত্বের মহিমা,
Zoology বিভাগের আলোয় শেখান জ্ঞানের রিমঝিমা।
প্রকৃতি, প্রাণী, জীববিজ্ঞানের গভীর দর্শনে,
মেধার আলোয় জ্বলে, অন্বেষণ করে অন্তরে চিরন্তন পথে।

Email: maalimzooljnu@gmail.com
– যোগাযোগের বন্ধন,
Mobile: 01716417233 – ছড়িয়ে দেয় জ্ঞানরশ্মির জনন।
শিক্ষক, গবেষক, প্রকৃতি প্রেমিক, জীববিজ্ঞানের অঙ্গীকারে,
ড. আব্দুল আলিম জ্বেলে জ্ঞানের প্রদীপ অমলিনের তারে।
---------------------------------- সূত্র অনলাইন


২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।