৯ম মৃত্যুবার্ষিকী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

৯ম মৃত্যুবার্ষিকী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
আজ ২৭ ই সেপ্টেম্বর, স্মৃতির বেদনায় ভরা দিন,
হান্নান শাহ্‌ বীর, বিএনপির অমলিন চরণপদলিন।
প্রথম প্রতিবাদী কন্ঠস্বর, চেতনার দীপ্তি অদম্য,
মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীফ করুন, শান্তি অমল্য।

সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্টে, নিঃশ্বাস শেষ হলো দীন,
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর, বেদনায় ভাসল নিখিল সিন।
চল্লিশের ত্রিশে ৭৪ বৎসরে জীবন বিদায় নিল,
বীরত্বের দীপ্তি ইতিহাসে অম্লান, হৃদয়ে চির স্থির মিল।

জন্ম নেবার দিন ১১ অক্টোবর ১৯৪১,
কাপাসিয়ার ঘাগটিয়ায়, পলাশের গন্ধে খুশির বুনন।
পিতা ফকির আবদুল মান্নান, মন্ত্রী ও জেনারেল গর্বিত,
বাংলাদেশের দ্বিতীয় এর্টনী, ইতিহাসে অমলিন চিহ্নিত।

ভাই শাহ্ আবু নাঈম, বিচারপতি, দেশের আলো চিহ্নিত,
অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারম্যান, প্রাজ্ঞতা অবিনশ্বরিত।
স্ত্রী নাহিদ হান্নান, সন্তান শারমিন, রেজাউল, রিয়াজুলের নিদর্শন,
পরিবারে আলো, হৃদয়ে ছায়া, জীবনব্রত অমলিনের সংলাপ।

শিক্ষার আলোক, ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরি স্কুলে মেট্রিক পাশ,
ঢাকা কলেজে ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিক, জ্ঞানের পথে চির প্রবাহিত সৈয়।
১৯৬২-তে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ,
মুক্তিযুদ্ধের সময় কারাগারে বন্দি, সাহসের ধারা অপ্রলাভ।

সেপ্টেম্বর ১৯৭৩-এ দেশে ফিরে যোগ দিলেন সেনাবাহিনীতে,
এরশাদ শাসনকালে অবসর, রাজনীতিতে পদধ্বনি চিরমিৎ।
১৯৮৩-এ বিএনপিতে পদার্পণ, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক,
সংগঠন প্রতিষ্ঠায় দীপ্তিমান, নেতা যার স্রোতধারায় অম্লান ছায়ক।

১৯৮৬-১৯৯৩: সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের,
১৯৯৩-২০০৯: খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অমলিন ছায়ার।
নির্বাচনে গাজীপুর-৪ আসন (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য,
১৯৯১ ও ১৯৯৬ সালে পাট-বস্ত্র মন্ত্রণালয়ে মন্ত্রী, দায়িত্বে উদ্ভাসিত চিত্র।

২০০৯-এর পঞ্চম জাতীয় কাউন্সিলে স্থায়ী কমিটির সদস্য,
ষষ্ঠ কাউন্সিলেও বহাল, বিএনপির অটল ভিত্তি অম্লান অবশেষ।
আজ ২৭ সেপ্টেম্বর, বাদ আছর কবর জিয়ারত, মিলাদ ও দোয়া,
পরিবারের প্রণাম, বেদনার নদীতে ঢেউ খেলায় ভরা পয়া।

হান্নান শাহ্‌'র স্মৃতি বুকে রক্তাক্ত চিহ্ন,
নীরব প্রার্থনা, কবরের প্রতি শ্রদ্ধা, মিলাদে ধ্যান নিবিড়।
নবজাত বেদনা, সাহস, জীবন-মহিমায় অমর প্রেরণা,
মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীফ করুন, প্রিয় নেতার শান্তি অমল্য গথা।
------------------------------------------------------------------সূত্র অনলাইন


২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।