অঙ্গিকার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অঙ্গিকার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
যোগ্য পিতার রক্তে সিক্ত, রিয়াজের কণ্ঠ বজ্রবাণ,
কাপাসিয়ার মাঠে বাজে রণতুফানি, দূর্গধ্বনি প্রাণ।
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ. স. ম হান্নান শাহের পুত্র – বিদ্রোহের অমোঘ প্রতীক,
দলীয় পতাকার তলে জাগে অদম্যপ্রবাহ স্বপ্নের দীপ্তি।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,
কাপাসিয়া উপজেলা আহ্বায়ক – জনতার রণনাদে বিভোর।
অসমাপ্ত পিতার উন্নয়ন কার্যক্রম শেষ করার অঙ্গীকারে,
কাপাসিয়ার সার্বিক প্রগতিতে এগিয়ে চলে অগ্নিপথিক ভোর।
উঠান বৈঠক, সনমানিয়া, রায়েদ – আলোচনার তরে তেজমাখা পদচারণা,
প্রধান অতিথি হয়ে ভোটাধিকার রক্ষার অমোঘ প্রদীপ জ্বলে দূর্গধ্বনি।
৩১ দফা কর্মসূচির তালে, মানুষ জেগে প্রতিরোধের তেজে,
পরিবেশবান্ধব কলকারখানা, বেকার যুবকের জীবনে খোলে বিজয়স্পন্দন দিগন্ত।
মাদকমুক্ত সমাজ, মা-বোনের নিরাপত্তা জোরদার,
সাংস্কৃতিক মঞ্চে, সামাজিক কাজে, নেতৃত্বের ত্যাজীমুখর অমর।
যোগ্য পিতার রক্তে অনুপ্রাণিত রিয়াজ – প্রতিটি পদক্ষেপ যেন বিদ্রোহী ঝড়,
অবাধ্য নয়, প্রতিরোধী; প্রতিটি পদক্ষেপে বাজে গণতন্ত্রের অগ্নিস্ফুলিঙ্গ ঝড়।
রাজনৈতিক সভা থেকে জনজীবনের প্রতিটি মঞ্চে,
তিনি জাগান, জাগ্রত রাখেন মানুষের আশা ও অধিকার ব্যোমঝঙ্কারে।
রণতূর্যে, রণবীর্যে, দূর্গের গর্জনে – রিয়াজের নেতৃত্ব অটল,
জনতার আশা মিলিত হয় অগ্নিপরীক্ষিত সাহসের সঙ্গে শিখাস্রোত।
যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে রিয়াজ – গণতন্ত্রের অমর দ্যোতক,
প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘোষণা যেনো বিদ্রোহের শিখা অদম্য।
অদম্য সাহসে জাগে সমাজের মুক্তির নতুন দিগন্ত,
যোগ্য পিতার যোগ্য সন্তান – রিয়াজ, রণতূর্যে, রণবীর্যে, দূর্গের গর্জনে অমর!
-------------------------------------------------------------
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।