অতিরিক্ত পুলিশ সুপার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অতিরিক্ত পুলিশ সুপার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***************************************

খিরাতির মাঠে কুয়াশা নামে নিস্তব্ধতায়,
শিশিরভেজা পাতায় প্রথম অক্ষর শিখেছিলে তুমি—
খিরাতি এ.কে. হাই স্কুলের করিডরে
যেন ভোরের আকাশে জোনাকির দ্যুতি।

তারপর তরুণ দিনের নীরব নদী ভেসেছিল
বঙ্গতাজ কলেজের ঘাসে;
সেখানে বই খুলে হাওয়ার মতো জেগেছিল স্বপ্ন।

জাহাঙ্গীরনগরের সবুজ পথ,
ওষুধের সূত্র, পরীক্ষাগারের গন্ধ,
বি.ফার্ম আর এম.ফার্মের অক্ষর—
একটি যুগের বৈজ্ঞানিক আস্থা হয়ে
লিখেছিল তোমার জীবনগাঁথা (সেশন : ২০১০-১১)।

কিন্তু মানুষ কেবল বিজ্ঞান দিয়ে নয়—
দেশপ্রেমের অদৃশ্য নদীও তাকে টানে,
আইনের শৃঙ্খলা, সততার সুর
তোমাকে টেনে নিয়েছিল পুলিশ বাহিনীতে।

ছত্রিশতম বিসিএসে জয়ী হয়ে
তুমি দাঁড়ালে প্রহরী হয়ে—
আজ র‌্যাব-৭-এর অন্ধকারময় রাতে
ASP-এর কণ্ঠে জেগে ওঠে বজ্রশপথ।

জীবনানন্দের মতোই তুমি জানো—
দেশ মানে শুধু পাখি নয়, শুধু ধানক্ষেত নয়,
দেশ মানে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক আলোকশিখা,
যেখানে শৃঙ্খলা হলো চাঁদের মতো স্থির,
আইন হলো নদীর মতো দীর্ঘ ধ্বনি।

রেহান উদ্দিন মুরাদ—
তুমি সেই কবিতা,
যেখানে বিজ্ঞান, সাহিত্য, দেশপ্রেম
একত্র হয়ে গড়ে তোলে ভবিষ্যতের নকশা।
----------------------------------সূত্র অনলাইন


২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।