চার্টার্ড একাউন্ট্যান্ট
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চার্টার্ড একাউন্ট্যান্ট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
তাসলিমা সুলতানা—
পিতা-সুক্কুর আলী পালোয়ান, মাতা-সর্বানু,
গ্রাম টিলশুনিয়া, ডাকঘর টিলশুনিয়া বাজার,
ইউনিয়ন-চাঁদপুর, কাপাসিয়া গাজীপুরের প্রান্তর—
নদী-নালা, ফুলের ছায়া, শৈশবের মধুর স্মৃতি।
ধর্ম ও শিক্ষার প্রথম আলো—
টিলশুনিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা (১৯৯১),
তারপর উচ্চ মাধ্যমিকের পথপ্রদর্শক—
হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা (১৯৯৪)।
হিসাব-অঙ্কের খাতা খুলে—
বি.কম (পাস), তেজগাঁও ডিগ্রি কলেজ, ইন্দিরা রোড, ঢাকা (১৯৯৬),
তারপর চার্টার্ড একাউন্ট্যান্টের কোর্স—
হায়দার এন্ড জামান ফার্ম, হাতিরপুল, ঢাকা (১৯৯৯),
যেখানে অর্জিত হলো পেশাগত প্রজ্ঞা,
সংখ্যার জগতে দায়িত্ব ও নৈতিকতার আলো।
অতীতের পাতা খুললে দেখা মেলে—
লিটল টাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল,
কদমতলা, বাসাবো, শিশুদের জ্ঞানের পথে পথপ্রদর্শক।
আজ তিনি সংবাদময় কলমের যাত্রী,
দৈনিক নওরোজ পত্রিকার মোবাইল সংবাদদাতা,
গাজীপুরের মাটিতে সত্যের আলোকদায়ী।
শখ— শেখার অম্লান যাত্রা,
রক্তের গ্রুপ— O+,
মোবাইলের দুই সেতু— ০১৮১৫১৬৫৬৫০ / ০১৭১০১৬৩৬৪৬।
ফুলে-ফলে নদী-নালার পাশে,
হিসাববিজ্ঞানের খাতা যেমন সুশৃঙ্খল,
সাহিত্য ও শিক্ষা মেলে জীবনানন্দীয় নরম ছায়া,
দায়িত্ব ও সততায় পূর্ণ প্রতিটি দিন।
চার্টার্ড একাউন্ট্যান্ট, প্রত্যায়িত হিসাববিজ্ঞানী—
যিনি অঙ্কের খাতা ছাপিয়ে
মানবতার আলো ছড়ান,
অক্লান্ত কলমে, অবিচল দায়িত্বে,
জীবনের নদী ও ফুলে ভরা ছন্দে।
--------------------------------------সূত্র অনলাইন
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।