নির্বাহী ইঞ্জিনিয়ার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নির্বাহী ইঞ্জিনিয়ার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
******************************************

মিথুন, কমরুল আহসান নামে পরিচিত তিনি,
জীবনের পথে চলেন, সপ্ন সাজান ধারার।
পিতার স্মৃতি, জামাল উদ্দিনের আদরে,
মাতার মমতা, মনোয়ারা বেগমের স্নিগ্ধ ছায়ায় ভরে।

কাশেরার গ্রামে শুরু, ডুমদিয়ার পথচলায়,
কাপাসিয়ার মাঠে শিখেছেন, শিক্ষার আলোকরাশায়।
রাণী বিলাশমণি স্কুলে এসএসসি’র শিখন,
ভাওয়াল বদরে আলম কলেজে উচ্চ শিক্ষা এক অন্বেষণ।

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো তার গন্তব্য,
বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শেষ, জ্ঞান দিয়ে পৃথিবীকে সম্ভব্য।
ইঞ্জিনিয়ারিংয়ে প্রজ্বলিত, প্রযুক্তির আলোয় ভাসেন,
শুধু কাগজে নয়, বাস্তব কাজে জীবনকে সাজান।

প্রকৃতির নীরবতায় পান উদ্ভাবনের প্রেরণা,
বৃষ্টি, বাতাস, নদী- সবই দেয় মনের দিশানির্দেশনা।
পাথরের বাঁধ, সেতুর খুঁটি, শিক্ষার শক্তি মিশে,
মানবকল্যাণে কাজ করেন, হৃদয়ে স্বপ্ন বুনে।

টেকনোলজির ছোঁয়া, ডিজিটাল দুনিয়া ঘিরে,
পৃথিবীকে সহজ করেন, প্রতিটি কাজ নিখুঁতভাবে গড়ে।
শৈল্পিক ইঞ্জিনিয়ারিং, গণিতের ছন্দে বাঁধা,
জীবনকে সুন্দর করেন, প্রকৃতির সাথে সবকিছু মেলানো।

নির্বাহী ইঞ্জিনিয়ার তিনি, দায়িত্বের বোঝা সঙ্গে,
মানবতার পথে হাঁটেন, প্রযুক্তির আলোয় ভেসে।
প্রকৃতি, জ্ঞান, উদ্ভাবন- সব মিলিয়ে জীবনের গান,
মিথুন কমরুল আহসান, জীবনকে করেন সুনিশ্চিত মান।
-----------------------------------সূত্র অনলাইন


২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।